অরূপরতন

গোপন, তোমার দীঘল আঁখি দৃষ্টিহারা
আমি না হয় ছিলাম একা – সঙ্গহারা।
এই যে আমি জলের মতন, কেউ বোঝেনি
তুমিই কেবল জানলে আমায় অনেকখানি।
ব্যস্ত বিকেল তোমায় যতই আড়াল করুক
মাথার ভিতর গেঁথেই থাকে তোমার চিবুক।

গোপন, তোমার ভালোবাসা ভীষণ দামি
মনের কোথাও লুকিয়ে ছিলে আমার তুমি।
এই যে তুমি দাঁড়াও এসে ছাদের পরে
আমার এ মন ভরাও তোমার গানের সুরে।
এমনি করেই কাটুক তবে, সারাজীবন
আমি না হয় খুঁজেই ফিরি অরূপরতন।