আন্দোলনরত কৃষকরা কুড়ুল দিয়ে বিচ্ছিন্ন করছে jio টাওয়ারের বিদ্যুৎ কানেকশন!

0
509

বঙ্গদেশ ডেস্ক:- নয়া কৃষি আইনের বিরুদ্ধে দিল্লীতে চলমান আন্দোলন প্রতিনিয়ত নতুন মোড় নিচ্ছে, যার সঙ্গে কৃষি আইনের কোনো সম্পর্ক নেই। এই আন্দোলনে যোগদানকারী কৃষকরা রিলায়েন্স পেট্রোল পাম্প এবং জিও বয়কট করার ঘোষণা করেছে পাশাপাশি তারা রিলায়েন্স মলের সামনেও বিরোধিতা প্রদর্শন করতে শুরু করেছে। এই তথাকথিত আন্দোলনকে আর‌ও জটিল করে তুলতে এবং জণগণকে বিভ্রান্ত করতে পাঞ্জাবের কৃষকরা জিও টাওয়ারকে টার্গেট করতে শুরু করেছে।

পাঞ্জাবের বেশকিছু ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, কৃষকরা জিও টাওয়ারের বিদ্যুৎ কানেকশন কেটে দিচ্ছে। অপ‌ইন্ডিয়ার খবর অনুযায়ী, রিলায়েন্স এর মলের সামনে বিরোধ প্রদর্শন, পেট্রোল পাম্প বয়কটের পর এবার টেলিকম কোম্পানি জিও টাওয়ারের বিদ্যুৎ কানেকশন বিচ্ছিন্ন করতে শুরু করেছে কৃষকরা।

ভাইরাল হওয়া এক ভিডিতে দেখা যায়, কৃষকরা কুড়াল দিয়ে জিও টাওয়ারের বিদ্যুৎ কানেকশন কাটছে। পাঞ্জাবের নওনশাহার, ফিরোজপুর, মনসা, বার্নালা, ফাজিলকা, পাতিয়ালা এবং মোগা জেলায় বিগত ৩ দিনে বহু জায়গায় জিও এর বিদ্যুৎ পরিষেবা ইতিমধ্যে বন্ধ হয়েছে।

তবে লাগাতার একটার পর একটা এমন অপ্রীতিকর ঘটনা সামনে আসতেই অনেকেই এই আন্দোলনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। কৃষকদের শিখন্ডী হিসেবে দাঁড় করিয়ে দেশের বিভিন্ন পরিষেবা ব্যাবস্থাকে ধ্বংস করার জন্য অন্য গোপন ক্ষতিকর পরিকল্পনা চলছে, এমন‌ও তীর্যক প্রশ্ন‌ও উঠছে।