ভারতের কোভীড ১৯ টিকাকরণ: প্রথম ধাপেই প্রতিষেধক পাচ্ছেন লাদাখের ৪,০০০ সেনা

0
568

বঙ্গদেশ ডেস্ক – ভারত চীন সীমান্তে উত্তেজনার পারদ চড়েই রয়েছে। সেখানে মোতায়েন রয়েছে ভারতীয় সেনা জওয়ান, তাঁরা নিরাপত্তা দিচ্ছেন ভারতের একশ ত্রিশ কোটি জনগণকে। লাদাখে মোতায়েন থাকা প্রায় ৪,০০০ সেনা, সামরিক ডাক্তার এবং নার্সদের বেছে নেওয়া হয়েছে কোভিড -১৯ রোগের বিরুদ্ধে প্রথম ধাপে টিকাদানের জন্য। প্রায় ১২,০০০ টিকার ডোজ লাদাখে প্রেরণ করা হয়েছে বলে টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

পূর্ব লাদাখের বিভিন্ন স্ট্র‍্যাটেজিক পয়েন্টগুলিতে সম্মুখ সীমান্ত বরাবর মোতায়েন করা সেনাসহ আরও অন্যান্য সেনা সদস্যদেরও টিকা দান করা হবে ধাপেধাপে, স্বরাজ্যের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সময়ের সাথে সাথে এই বিষয়ে প্রচারও চালানো হবে।

আজ ভারত কোভিড -১৯ এর বিরুদ্ধে বিশ্বব্যাপী সবচেয়ে বড় টিকাদান অভিযান চালাচ্ছে। দেশব্যাপী ভ্যাকসিনেশন অভিযানের জন্য সরকার, কোভিশিল্ড এবং কোভাক্সিন নামক দুটি ভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্যে বিশের অনুমোদন দিয়েছে।

কোভিশিল্ড অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা দ্বারা তৈরি করা হয়েছে। আদার পুনাওয়ালার নেতৃত্বে, পুনে ভিত্তিক সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এসআইআই) ভারতে এই টিকা উৎপাদন করছে।

ইতিমধ্যে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর) এর সহযোগিতায় হায়দ্রাবাদ ভিত্তিক ভারত বায়োটেক দ্বারা ভারতে কোভাক্সিন নামল ভ্যাকসিনটি পুরোপুরি দেশীয়ভাবে তৈরি করা হয়েছে।