ছত্রধরের তৃণমূলে যোগ দেওয়ার ফল, একমাসের মধ্যে জঙ্গলমহলে মিলল মাওবাদী পোস্টার

0
813

বঙ্গদেশ ডেস্ক: দীর্ঘদিন বাদে ফের ঝাড়গ্রামে দেখা গেল মাওবাদীদের পোস্টার। পোস্টারগুলিতে লালকালি দিয়ে লেখা রয়েছে, ‘১৫ আগস্ট কালাদিবস পালন করুন’। এদিন ঝাড়গ্রামের লালপাহাড়িতে এই পোস্টারগুলি দেখা গিয়েছে। নীচে স্পষ্ট লেখা যে, এই ডাক অন্য কোনো সংগঠন কিংবা দল দেয়নি, মাওবাদীরা দিয়েছে।

শণিবার স্বাধীনতা দিবসের দিনে ঝাড়খন্ড-বাংলা সীমান্তে অবস্থিত বাঁকাশোল, শালতল সহ একাধিক গ্রামে এই পোস্টারগুলি চোখে পড়ে। বাম-আমলে এই অঞ্চল একসময় মাওবাদীদের দুর্জয় ঘাঁটি ছিল। মাওবাদীদের অত্যাচারে সাধারণ মানুষের জীবন অসহনীয় হয়ে উঠেছিল। দিনের পর দিন ধরে তারা শোষণ করেছে সাধারণ গ্রামবাসীদের। ২০১১ সালে রাজ্যে পরিবর্তনের পরে অবশ্য বদলেছে পরিস্থিতি। এলাকা উন্নয়নের সঙ্গে সঙ্গেই কমেছে মাওবাদীদের দাপট। তাই এতদিন বাদে ফের মাওবাদী পোস্টার উদ্ধার হওয়ায় স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়েছে এলাকার স্থানীয়দের মধ্যে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই শাসকদলের রাজ্য কমিটিতে স্থান পেয়েছেন মাওবাদী সন্দেহে ধৃত ছত্রধর মাহাতো। সক্রিয় রাজনীতিতে তাঁর এমন পদ পাওয়ার ঠিক একমাসের মাথাতেই সিপিআই(মাওবাদী) নামাঙ্কিত পোস্টার উদ্ধারকে কেন্দ্র করে জল্পনা শুরু হয়েছে স্থানীয়দের মধ্যে। অনেকের মনেই প্রশ্ন উঠছে, ‘ এই দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র নেই তো?’

মাওবাদী পোস্টারের খবর পাওয়ার পরে ঘটনাস্থলে পৌঁছোয় বেলপাহাড়ি থানার পুলিশ। গাছে, বাড়ির দেওয়ালে এবং অন্যত্র লাগানো সমস্ত পোস্টার সরিয়ে দেন তারা। কিন্তু তা সত্ত্বেও স্থানীয়রা প্রশ্ন করছেন, কীভাবে এতগুলো পোস্টার লাগালো মাওবাদীরা? পুলিশ অবশ্য এড়িয়ে গেছে এই প্রশ্ন। সরাসরি কোনো উত্তর না দিয়ে, তাঁরা জানিয়েছেন যে এই ঘটনার তদন্ত করে দেখা হবে৷