এক অনবদ্য সৃষ্টি! চারহাজার বিয়াল্লিশটি চালের দানার ওপর জ্বলজ্বল করছে ভগবৎগীতা

0
930

বঙ্গদেশ ডেস্ক:- সনাতন হিন্দু ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ গীতার মাহাত্ম্য কারোর অজানা নয়। সেই গীতার ওপর আকর্ষণ থেকেই এক অনবদ্য সৃষ্টি করেছেন এক আইনের ছাত্রু। চালের দানার ওপর ভগবৎগীতা লিখলেন ওই ছাত্রী। হায়দ্রাবাদের আইনবিভাগের ওইছাত্রী ৪ হাজার ৪২ টি চালের দানার ওপর ভগবৎ গীতা লিখেছেন। রামাগিরি স্বারিকা নামে ওই আইনের ছাত্রী নিজেকে দেশের সর্বপ্রথম মাইক্রো আর্টিস্ট বলে দাবি করে বলেছেন, এই কাজ করতে ওনার প্রায় ১৫০ ঘণ্টার মতো সময় লেগেছে।

তিনি আরও জানিয়েছেন যে, “আমি এখনও অবধি ২ হাজারের ওপর শিল্পকলা বানিয়েছি। এগুলোর মধ্যে সম্প্রতি ৪ হাজার ৪২ টি চালের দানা দিয়ে ভগবৎগীতা লিখেছি।” এছাড়াও তিনি তিলের বীজে ড্রয়িংও করেন। স্বারিকা আরও জানিয়েছেন যে, ‘আমি ছোট থেকেই শিল্প-সংস্কৃতি নিয়ে উৎসাহী।” বিভিন্ন শিল্প আর সংস্কৃতির জন্য ছোটবেলা থেকে অনেক পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে। এর আগেও চালের দানা দিয়ে সিদ্ধিদাতা বিনায়কের ছবি এঁকেছিলেন। চালের দানা দিয়ে ইংরেজি বর্ণমালাও তিনি লিখেছিলেন।

উল্লেখ্য, কয়েকদিন আগে স্বারিকা মাথার চুল দিয়ে সংবিধানের প্রস্তাবনা লিখেছিলেন। এ খবর প্রচার হতেই তেলেঙ্গানা গভর্নর তমিলিসাই সুরঞ্জন দ্বারা সন্মানিত করেছিল। এর আগে ২০১৯ সালে স্বারিকাকে দিল্লী সাংস্কৃতিক অ্যাকডেমি রাষ্ট্রীয় পুরস্কার দিয়ে সন্মানিত করেছিল। অসামান্য সৃষ্টির জন্য ২০১৭ সালে আন্তর্জাতিক অর্ডার বুক অফ রেকর্ডসের থেকেও সন্মান পেয়েছেন তিনি।