করোনা আক্রান্তদের সাহায্যার্থে এগিয়ে এলেন পর্দার রাম, খুলছেন ১০০০ বেডের হাসপাতাল

0
648

বঙ্গদেশ ডেস্ক : করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই দেশের সংকটের মুহূর্তে এগিয়ে এসেছেন অভিনেতা গুরমিত চৌধুরী (Gurmeet Choudhary)। টিভি স্ক্রিনের সকলের পচ্ছন্দের ‘রামায়ণের’ রাম এবার স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এলেন দেশবাসীর স্বার্থে। পাটনা ও লখনউতে হাসপাতাল তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে দেশবাসীকে। হাসপাতালে বেড সংকট, অক্সিজেন সংকট- নানারকম সমস্যার সম্মুখীন হচ্ছেন দেশের নাগরিকরা। এই পরিস্থিতিতে দেশবাসীর সুবিধার্থে এগিয়ে এসেছেন গুরমিত চৌধুরী।


স্যোশাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘লখনউ ও পাটনাতে আমি সাধারণ মানুষের জন্য আল্ট্রা মডার্ন হাসপাতাল খোলার সিদ্ধান্ত নিয়েছি। এই হাসপাতালে রাখা হবে ১০০০ বেড। পরবর্তীতে দেশের আরও অন্যান্য শহরেও হাসপাতাল খোলার চেষ্টা করব। বর্তমানে আপনাদের সকলের আশীর্বাদ ও সমর্থন আমার ভীষণ প্রয়োজন। খুব শীঘ্রই আপনারা সমস্তটা জানতে পারবেন’।

তবে কিন্তু এখানেই শেষ নয়, একটি স্পেশাল টিম তৈরি করে ফেলেছেন গুরমিত চৌধুরী। এমনকি সাধারণ মানুষের সুবিধার্থে কিছু নম্বরও শেয়ার করেছেন তিনি। গতবছর করোনার প্রথম ধাক্কায় করোনা আক্রান্ত হয়েছিলেন গুরমিত ও তাঁর স্ত্রী দেবিনা বোনার্জি। সুস্থ হওয়ার পর তাঁরা দুজনেই প্লাজমা দানও করেন এবং তাদের ফলোয়ারদেরও প্লাজমা দান করার উৎসাহ দেন।