করোনা আবহে অভুক্ত শিশুদের পাশে হিন্দু হেঁশেল

0
747

বঙ্গদেশ ডেস্ক : করোনা পরিস্থিতিতে কাজ বন্ধ ,ফলে অভাব নিত্য সঙ্গী। ভালো খাওয়ার তো দূরের কথা পেট ভোরে দুইবেলা ভাত জুটছিল না ওদের।লকডাউনের ফলে কাজ বন্ধ থাকা ইছাপুরের একটি ইট ভাটার শ্রমিকদের পরিবার ও তাদের শিশুদের মুখে খাওয়ার তুলে দিলো জাতীয়তাবাদী হিন্দু হেঁশেলের সায়ন পাল, সায়ন দাস ও অনিকেত দত্তরা। ইটভাটা বন্ধ থাকার ফলে সেখানকার শ্রমিকদের বাধ্য হয়ে দিন মজুরের কাজ করতে হচ্ছে। এদিন তাদের মুখে রান্না করা খাওয়ার তুলে দিলো হিন্দু হেঁশেল।

মেনুতে ছিল পোলাও, মুরগির মাংস দু রকম মিষ্টি এবং ক্যাডবেরি। পাশাপাশি করোনা আবহে তাদের হাতে তুলে দেওয়া হয় মাস্ক ও স্যানিটাইজার।

কয়েক মাস আগে কিছু জাতীয়তাবাদী মানুষের উদ্যোগে পথ চলা শুরু হয় হিন্দু হেঁশেলের।প্রত্যন্ত এলাকার অভুক্ত শিশুদের মুখে পুষ্টিকর খাদ্য তুলে দেওয়া ছিল উদ্দেশ্য।
ঝাড়গ্রাম, বেলপাহাড়ি প্রভৃতি এলাকায় ইতিমধ্যে বেশ কিছু শিশুর মুখে খাবার তুলে দিয়েছে এই হেঁশেল।এবার উত্তর ২৪ পরগনা জেলার ইছাপুরের অভুক্ত কিছু শিশুর মুখের অন্ন তুলে দিলো হিন্দু হেঁশেল।

এই হেঁশেলের অন্যতম উদ্যোক্তা সায়ন পাল জানান, মূলত জাতীয়তাবাদী কিছু মানুষের উদ্যোগ ও প্রচেষ্টায় পথ চলা শুরু করে হিন্দু হেঁশেল। আগামী দিনেও একই ভাবে তাদের কাজ চলবে।