হিন্দু নির্যাতন প্রতি বছর বাড়ছে: বাংলাদেশের পরিসংখ্যান প্রকাশ জাতীয় হিন্দু মহাজোটের

0
1659

বঙ্গদেশ ডেস্ক: ইসলামিক বাংলাদেশের হিন্দু সংগঠন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ২০২০ সালের ১ জানুয়ারী থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের উপর নির্যাতন নিপীড়ন, হত্যা, ধর্ষণ, হামলা, লুটপাট, জমি দখল, মঠ মন্দির প্রতিমা ভাঙচুরসহ নানা নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের পরিসংখ্যান তুলে ধরে গত ৩০ ডিসেম্বর একটি প্রেস কনফারেন্সের আয়োজন করে। এই প্রেস কনফারেন্সে গত ১ বছরে ইসলামিক বাংলাদেশে সংখ্যাগুরু মুসলিম সম্প্রদায় কর্তৃক হিন্দু নির্যাতনের বাস্তব চিত্র তুলে ধরা হয়।

বাংলাদেশ হিন্দু মহাজোটের রিপোর্ট অনুযায়ী, ইসলামিক বাংলাদেশে গত ১ বছরে ১৪৯ জন হিন্দু খুন, হামলা ও জখমের শিকার ৭০৩৬ জন হিন্দু, অপহৃত হয়েছে ৯৪ জন হিন্দু, জোরপূর্বক ইসলামে ধর্মান্তরিত করা হয়েছে ২৬২৩ জন হিন্দুকে, গণধর্ষণ ও ধর্ষণের শিকার হয়েছে ৫৩ জন হিন্দু, ৫০৫ টি হিন্দু বাড়ি ও ১৬৩ টি মন্দিরে হামলা করা হয়েছে, ৩৭০ টি প্রতিমা ভাঙচুর করা হয়েছে, ২১২৫ টি হিন্দু পরিবারকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে এবং হিন্দু সম্প্রদায়ের ‘সর্বমোট ১০২৩৬৭৩ একর ভূমি জবরদখল করা হয়েছে। ৩০ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সর্বমোট ১০৫৫ টি হিন্দু নির্যাতনের ঘটনা ঘটেছে। এছাড়াও সাঁওতাল আদিবাসীদের মোট ৩ লক্ষ বিধা ভূমি দখল করে নিয়েছে উগ্র মুসলিম সম্প্রদায় যার বর্তমান বাজারমূল্য প্রায় ৫ হাজার কোটি টাকা।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের এই পরিসংখ্যানে পরিষ্কার যে ইসলামিক বাংলাদেশ থেকে এথনিক ক্লিনজিং এর শিকার হয়েই চলেছে সেখানকার ধর্মীয় সংখ্যালঘুরা। একই সাথে চলছে ধর্মীয় সংখ্যালঘুদেরকে জমি থেকে উচ্ছেদ ও ধর্মান্তরিত করার মাধ্যমে ধীরে ধীরে একশো শতাংশ ইসলামিক রাষ্ট্র তৈরির পথে হাঁটছে বাংলাদেশ। বাংলাদেশ তাদের জাতির পিতা শেখ মুজিবের “অসাম্প্রদায়িক আদর্শে” তৈরি দেশ দাবী করলেও ইসলামিক বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতার হিসেবে যখন সেই শেখ মুজিবের নাম দেখা যায়, তখনই ইসলামিক বাংলাদেশের ইসলামিক এজেন্ডা প্রকাশ্য হয়ে পড়ে। ইসলামিক বাংলাদেশের এই ভূমি সংস্কার মূলত অতীতের ন্যায় হিন্দুদের ভূমি দখল করে নিয়ে ইসলামিক খিলাফত প্রতিষ্ঠিত করার উদ্দেশ্য ব্যতীত কিছুই নয়। এই ইসলামিক আগ্রাসনের পেছনে যে ইসলামিক বাংলাদেশের তথাকথিত “অসাম্প্রদায়িক সরকার” এর নীরব সমর্থন ও দিকনির্দেশনা রয়েছে তা বাংলাদেশ হিন্দু মহাজোটের এই পরিসংখ্যান দেখে সহজেই অনুমান করা যায়।