বৈষ্ণব তীর্থক্ষেত্র গোপীবল্লভপুরের হাতিবাগান মোড়ে স্থাপন করা হল রসিকানন্দ মহাপ্রভুর পূর্ণাবয়ব মূর্তি

0
569

বঙ্গদেশ ডেস্ক:শ্রীপাট গোপীবল্লভপুর বৈষ্ণব ভক্তদের কাছে অন্যতম পূর্ণ তীর্থস্থান। গত ২৬ শে ফেব্রুয়ারি শনিবার (বাংলা ১৩ ফাল্গুন) শ্রীশ্রী শ্যামানন্দী গাদী শ্রীপাট গোপীবল্লভপুর গুপ্ত বৃন্দাবন ঠাকুরবাড়ীতে শ্রীশ্রী রসিকানন্দ মেলা ও মহোৎসবের অঙ্গ হিসেবে গোপীবল্লভপুর হাতীবাড়ী মোড়ে গোপীবল্লভপুরের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রসিকানন্দ প্রভুর পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করা হয়েছে।


রসিকানন্দের মূর্তি উন্মোচন করেছেন শ্রীশ্রী শ্যামানন্দী গাদীশ্বর মহান্ত মহারাজ জগদগুরু শ্রীশ্রী কৃষ্ণকেশবানন্দ দেবগোস্বামী প্রভুপাদ। এছাড়াও, উক্ত অনুষ্ঠানে হাজির ছিলেন গোপীবল্লভপুরের বিডিও দেবজ্যোতি পাত্র ও পঞ্চায়েত সমিতির সভাপতি দানগি সরেন।


প্রসঙ্গত উল্লেখ্য, বৈষ্ণব সম্প্রদায়ের মানুষের কাছে গোপীবল্লভপুর অত্যন্ত পবিত্র স্থান। এলাকার প্রতিষ্ঠাতা রসিকানন্দ মহাপ্রভুকে শ্রীচৈতন্যের নব্য অবতার বলে মনে করেন এলাকাবাসী। কথিত আছে, প্রায় চারশত বছর আগে সুবর্ণরেখা নদীর তীরে গোপীবল্লভপুর ও গুপ্ত বৃন্দাবন প্রতিষ্ঠা করা হয়েছে। সেজন্য স্থানীয় বাসিন্দারা বহুদিন থেকেই রসিকানন্দ প্রভুর মূর্তি প্রতিষ্ঠার জন্য আবেদন জানাচ্ছিলেন।

সেই আবেদনে সাড়া দিয়ে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক পঞ্চায়েতের উদ্যোগে হাতিবাড়ি মোড়ে রসিকানন্দ প্রভুর মূর্তি স্থাপন করা হয়েছে। ওই ব্লকের বিডিও দেবজ্যোতি পাত্রের উপস্থিতিতে এই মূর্তি উন্মোচন করা হয়েছে।