“ইসলাম ভণ্ড ও আতঙ্কবাদী ধর্ম”! ধর্মত্যাগ করলেন কুয়েতি গায়িকা ইবতিসাম হামিদ

0
2897

বঙ্গদেশ ডেস্ক:- কুয়েতের বিখ্যাত গায়িকা ইবতিসাম হামিদ (Ibtisam hamid) ইসলাম ধর্ম ত্যাগ করেছে। ইবতিসাম হামিদ ইসলাম ধর্ম ত্যাগ করে ইহুদী ধর্ম গ্রহণ করছেন। ইহুদী ধৰ্ম গ্রহণ ও ইসলাম ত্যাগ করার কারণ জিজ্ঞাসা করলে তিনি জানিয়েছেন, যে ইহুদী ধর্ম নারীদের প্রতি অনেক বেশি সহিষ্ণু। সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট করে উনি ইসলাম ত্যাগের কথা তুলে ধরেছেন।

বিখ্যাত এই গায়িকা জানিয়েছেন, তিনি স্বইচ্ছায় ইসলাম ত্যাগ করেছেন। ইসলামকে ভণ্ড ও আতঙ্কবাদী ধর্ম হিসেবে বর্ণনা করেছেন ইবতিসাম হামিদ। গায়িকা বলেছেন, ইসলাম মহিলাদের সম্পূর্ণ অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে এবং এই ধর্ম জঘন্য ও খারাপ কাজ করতে বাধ্য করে। শুধু তাই-ই নয়, ধৰ্ম পরিবর্তনের ঘোষণার পাশাপাশি তিনি কুয়েতে ক্ষমতাসীন রাজনৈতিক দল আল-সাবাহকে এক হাতে নেন।

গায়িকা বলেন, এই রাজনৈতিক পার্টির কারণেই ইজরায়েলের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে। এই রাজনৈতিক দল ইজরায়েলের সাথে সুসম্পর্ক গড়ে তোলার বিন্দুমাত্র প্রয়াস করেনি। ইবতিসাম হামিদ বলেন, ‘গর্বের সাথে আমি ঘোষণা করবো যে আমি ইহুদী।’

এর আগে, ২০১৮ সালে গায়িকা বলেছিলেন যে ইসলাম ধর্মে সঙ্গীত হারাম, উনি এই বিষয়ে ঈশ্বরের থেকে সঠিক দিশার জন্য পথ নির্দেশ চান। উনি বলেছেন, যে ছোটো বয়সে তিনি পুরো কোরআন তিনি মনে রাখতে পারতেন। অন্যদিকে আরবের মিডিয়াতেও এই চাঞ্চল্যকর খবর নিয়ে বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আরবের মিডিয়ায় দাবি, গায়িকা জাতিতে কুয়েতি নন কারণ উনার মা কুয়েতি হলেও সেখানে এক মহিলার নাগরিকত্ব তার ছেলে মেয়ের নাগরিকত্ব হিসেবে গণ্য হয় না। এর আগে, কুয়েতী ব্রডকাস্টার মুহাম্মদ আল মুমিনস ইসলাম ছেড়ে খ্রিষ্টান ধর্ম গ্রহণের কথা ঘোষণা করেছিলেন।