হিংসায় মদতকারী পরিবেশকর্মী গ্রেটা থানবার্গ ‘টুলকিট’ মামলায় বেঙ্গালুরু থেকে গ্রেফতার ১

0
571

বঙ্গদেশ ডেস্ক: কেন্দ্রের নয়া কৃষি আইনের বাতিলের দাবিতে বিক্ষোভরত তথাকথিত কৃষকদের সমর্থনে টুইটারে “টুলকিট” শেয়ার করেছিলেন পরিবেশ কর্মী গ্রেটা থানবার্গ এবং অন্যরা। সেই সম্পর্কিত কাজে উস্কানী দেওয়ার অভিযোগে বেঙ্গালুরু থেকে এক ২১ বছর বয়সী এক পরিবেশ কর্মীকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।

৪ ফেব্রুয়ারি দিল্লি পুলিশ থানবার্গের টুইট সংক্রান্ত টুলকিট নিয়ে একটি মামলা দায়ের করে। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আপলোড করা ‘টুলকিট ডকুমেন্ট’-এর সঙ্গে ২৬ জানুয়ারির হিংসাত্মক ঘটনার যোগসূত্র খুঁজে পেয়েছে দিল্লি পুলিশ। পুরো ঘটনা তলিয়ে দেখতে দিল্লি পুলিশ গুগলের সঙ্গে যোগাযোগ করে। যে আইপি অ্যাড্রেস থেকে টুলকিটটি আপলোড করা হয়েছিল, সেই সূত্র ধরেই তদন্ত চালাচ্ছে পুলিশ।

সেই তদন্তে নেমেই দিশা রবি নামের এক পরিবেশ কর্মীকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। খোঁজ নিয়ে জানা গিয়েছে, তিনি ফ্রাইডে ফর ফিউচার-এর অন্যতম প্রতিষ্ঠাতা। তাঁর বিরুদ্ধে ওই বিতর্কিত টুলকিট তৈরি এবং ছড়িয়ে দেওয়ার অভিযোগ করেছে দিল্লি পুলিশ।

প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লির রাস্তায় তথাকথিত কৃষকদের হিংসাত্মক তাণ্ডবের পর তারা একটি ডিজিটাল আঘাতের পরিকল্পনা করে বলে পুলিশ দাবি করেছে, গুগল ডকে শেয়ার করা এই টুলকিট কারা লিখেছেন তা জানার জন্য তদন্ত শুরু করে দিল্লি পুলিশ। তাই যেখান থেকে ওই টুলকিট আপলোড করা হয়, তার আইপি অ্যাড্রেস জানতে চেয়ে গুগলকে চিঠি লিখছিল তারা।

টুলকিটটি প্রথমে গুগল ডকে আপলোড করা হয় এবং পরে সেটিকে টুইটারে শেয়ার করা হয়। পুলিশ জানিয়েছে, তারা “টুলকিট” এ উল্লিখিত ইমেল আইডি, ডোমেন ইউআরএল এবং কয়েকটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সম্পর্কে বিশদ জানতে চেয়েছিল। সেই সূত্র ধরেই বেঙ্গালুরু থেকে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।