জেহাদের কারাবাসে

লাখ-লাখ কাঁদে বধির আমরা
আখলাখে উঠি জ্বলে,
ঢাক ঢাক করি একটি চোখকে
একটিকে রাখি খুলে।

থাক থাক করি ঢাকের বাদ্যি
বড়ো বেশি গোল করে।
বাজুক বাজুক মাইকে আজান
ঘুম ভাঙানিয়া ভোরে।

পাক পাক যত ইমামেরা ভাতা
উলেমা মু্‌হাজ্জিন;
সংখ্যায় লঘু তাই ডাক ডাক
বৈদেশিক মুমিন!

তালাক তালাক তালাকে ভাঙুক
ঠুনকো গৃহস্থালি;
উপায় রয়েছে বাঁদি ফেরানোর
হালালা করাবে খালি।

যাক যাক ভেঙে মাটির প্রতিমা
পুতুল বই তো নয়।
খাক খাক হোক আমাদের মেয়ে
কত কিছুই তো ক্ষয়।

যাক যাক মরে আমাদের ছেলে
যদি ভুলে ভালোবাসে,
আমাদের মেয়ে তবুও তৈরি
জেহাদের কারাবাসে!