ইসলামিক বাংলাদেশে আবারও মা কালী মন্দিরে জিহাদীদের থাবা, প্রতিমা ভাঙচুর ও গাছ কর্তন

0
628

বঙ্গদেশ ডেস্ক: ইসলামিক বাংলাদেশে আবারও হিন্দু সম্প্রদায়ের মা কালীর প্রতিমা ভাঙচুর। এবারের ঘটনাস্থল ইসলামিক বাংলাদেশের লালমনিরহাট জেলা। গত ২৩ শে জানুয়ারী সেখানকার স্থানীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের একটি কালী মন্দিরে মা কালীর প্রতিমা ভাঙচুর করেছে স্থানীয় ইসলামিক জিহাদীরা। খবর পেয়ে স্থানীয় অল্প সংখ্যক হিন্দু সম্প্রদায় সেখানে উপস্থিত হলেও কোন কাজ হয়নি। তার আগেই মা কালীর প্রতিমা সম্পূর্ণভাবে ভেঙে ফেলে স্থানীয় জিহাদীরা। 

ইসলামিক বাংলাদেশের লালমনিরহাট জেলার কালীগঞ্জের গোড়ল বামনটারি গ্রামের আক্রান্ত এই কালী মন্দিরটি প্রতিদিনের মতোই সন্ধ্যায় পূজা করার বন্ধ করে চলে যায় স্থানীয় হিন্দুরা। এরপর রাতের অন্ধকারে কালী মন্দিরে প্রবেশ করে একদল হিংস্র জিহাদী যাদের মাথায় তখন জিহাদের নেশা, রক্তে তখন মা কালীর মূর্তি ভেঙে অলীক সওয়াব (পুণ্য) অর্জনের লালসা! নিমিষেই এই জিহাদীরা মন্দিরে থাকা মা কালীর প্রতিমা ভাঙচুর করে এবং মন্দিরের টাকাপয়সা লুট করে নিয়ে যায়। শুধু এখানেই থেমে থাকেনি হিংস্র জিহাদী পশুর দল। মা কালীর প্রতিমা ভেঙে দেওয়ার সাথে সাথে তারা মন্দিরের সকল গাছপালাও কেটে দেয়। 

সকালে খবর পেয়ে স্থানীয় কালী মন্দিরটিতে জড়ো হয় স্থানীয় হিন্দুরা। এরপর পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসে পুলিশ এবং তদন্তের আশ্বাস দেয়। কিন্তু বাস্তবতা এই যে স্থানীয় হিন্দুরা নিশ্চিত জানে হিন্দু মন্দির ও প্রতিমা ভাঙচুরের বিষয়ে পুলিশের দেওয়া আশ্বাস, শুধুমাত্র আশ্বাস ছাড়া আর কিছুই নয়। কারণ এই আশ্বাস কোনদিনও বাস্তবায়িত হয় না এবং হতভাগ্য হিন্দুরা একেই নিজেদের ভাগ্য বলে মেনে নিয়েছে। ইসলামিক বাংলাদেশের যেসকল হিন্দুদের যৎসামান্য সামর্থ্য থাকে তারা হয় জিহাদীদের হাতে প্রাণসংশয়ের ভয়ে অথবা জিহাদীদের হাতে সরাসরি উদ্বাস্তু হয়ে ভারতে পাড়ি জমাতে সক্ষম হলেও, অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা হিন্দুদের পক্ষে তা সম্ভব হয় না। অতঃপর ইসলামিক জিহাদীদের হাতে এভাবে বংশ পরম্পরায় নিষ্পেষিত হওয়াকেই তারা ভাগ্য বলে মেনে নিতে বাধ্য হয়।