আগুন লাগার পরেও – ৩০

0
524

দীপ্তাস্য যশ

আগের পর্বসমূহ – [] – [] – [] – [] – [] – [] – [] – [] – [] – [১০] – [১১] – [১২] – [১৩] – [১৪] – [১৫] – [১৬] – [১৭] – [১৮] – [১৯] – [২০] – [২১] – [২২] – [২৩] – [২৪] – [২৫] – [২৬] – [২৭] – [২৮] – [২৯]

ত্রিশ

হূণ বিড়িটা ধরিয়ে বলল,“সুকুর সাহেবের গেস্ট এসে গেছেন?”

আফ্রাজুল নিজের বিড়িটা ধরিয়ে বলল, “হ্যাঁ, আসছেন। রামিজ আনতে গেছে।”

“ইনি কে? সোজা না এসে বাঁকা আসছেন?”

“ভিসা পাননি। এখানকার বড় লিডার। মৌলানা আব্দুল রকিব।”

“আচ্ছা!” বলে হূণ বিড়িটা ফেলে দিল। মুখের ভেতরটা তেতো তেতো লাগছে। জ্বর হয়েছিল কয়েকদিন আগে। এখনও তেতো ভাবটা যায়নি মুখ থেকে।

দীপ্তাস্য যশের বড় গল্প “অগ্নি কুঠার” এবং উপন্যাস “আগুন লাগার পরেও” সংকলিত হয়ে “আগুন লাগার পরেও” শিরোনামে বই হিসেবে প্রকাশিত হচ্ছে বইচই থেকে। ১২ই ফেব্রুয়ারী ২০২২ থেকে থেকে বইটি পাওয়া যাচ্ছে বইচই ওয়েবসাইট এবং তাদের কলেজস্ট্রীটের বিপণী থেকে।

Aagun Lagar Poreo