মৌলবাদী চাপ! আর্থিক মন্দাতেও ভারত থেকে তুলা, চিনি আমদানি বন্ধ রাখল পাকিস্তান

0
613

বঙ্গদেশ ডেস্ক – কট্টরপন্থীদের চাপের মুখে পাকিস্তানের ফেডারেল মন্ত্রিসভা ভারত থেকে তুলা ও চিনি আমদানি করার বিষয়ে অর্থনৈতিক সমন্বয় কমিটি -ইসিসি এর প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে। আগস্ট ২০১৯ সাল নাগাদ ভারত অনুচ্ছেদ ৩৭০ বাতিল করার পরে, পাকিস্তান ভারত থেকে একাধিক জিনিস আমদানির বিরুদ্ধে একটি একতরফা নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সেটি প্রত্যাহারের এক দিন পরেই এই পদক্ষেপ নিতে পাকিস্তান বাধ্য হয়।

গত বুধবার টেক্সটাইল উৎপাদনে প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহে সংকট তৈরি হওয়ার ভয়ে, পাকিস্তান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ভারত থেকে তুলা আমদানির সিদ্ধান্ত নিয়েছিল।

ভারত যখন কাশ্মীরের অবস্থা পরিবর্তনের জন্য কোনো পদক্ষেপই গ্রহণ করেনি, তখন ভারতের সঙ্গে উন্নততর সম্পর্ক স্থাপনের প্রচেষ্টা নিয়ে পাকিস্তানের বিভিন্ন মহলে সমালোচনা হয়েছিল। বিশেষত যেহেতু এই নিষেধাজ্ঞার বিরোধিতাটি ছিল ৩৭০ অনুচ্ছেদ বাতিল করা নিয়ে, যাতে জম্মু ও কাশ্মীরের সমস্ত অঞ্চলকে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে তুলে ধরা হয়।

ওপ ইণ্ডিয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসলামাবাদের ফেডারেল মন্ত্রিপরিষদ তীব্র অর্থনৈতিক সঙ্কটের মধ্যে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়নি কারণ এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত। যতক্ষণ না ভারত, কাশ্মীর বিষয়ে আলোচনার দিকে অগ্রসর হয়, ততক্ষণ অবধি এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা যাবে না।

২০২০ সালের মে মাসে নিষেধাজ্ঞা আরোপের এক বছরেরও কম সময়ে চীনের করোনভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে, পাকিস্তান ভারত থেকে ওষুধ আমদানির নিষেধাজ্ঞাকে প্রত্যাহার করেছিল।

কার্যকরী ভাবে মাত্র ২৪ ঘন্টার মধ্যেই পাকিস্তান ভারত থেকে আমদানি সংক্রান্ত নিষেধাজ্ঞাকে ‘প্রত্যাহার করে’ নিয়েছিল। এটিও একটি একতরফা সিদ্ধান্তই ছিল।