জম্মু কাশ্মীরঃ ভারত পাক সীমান্তে ১৫০ মিটার লম্বা সুড়ঙ্গের খোঁজ, বড়সড় নাশকতার ছক বানচাল

0
492

বঙ্গদেশ ডেস্ক:- ভারতের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান সব সময়েই চায় বড় কোনো অনুষ্ঠান বা উৎসবের আগে কোনো উগ্রপন্থী হামলা চালিয়ে ভারতীয় জনগণকে ধাক্কা দিতে। ভারতের সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ) অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে পাকিস্তান থেকে সন্ত্রাসবাদী অনুপ্রবেশকারীদের প্রবেশ করানোর জন্যে ব্যবহৃত আরও একটি আন্তঃসীমান্ত সুড়ঙ্গটি সন্ধান পেয়েছে বলে টাইমস অফ ইন্ডিয়া তাদের রিপোর্টে জানিয়েছে।

আন্তঃসীমান্ত সুড়ঙ্গটি দৈর্ঘ্যে দেড়শো মিটার এবং প্রস্থে তিন ফুট চওড়া। গত ১৩ ই জানুয়ারি জম্মু অঞ্চলের নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে হীরানগর সেক্টরের বোবিয়ান গ্রামে মাত্র সপ্তাখানেক আগেই এ জাতীয় আরও একটি সুড়ঙ্গ আবিষ্কৃত হয়েছিল বলে স্বরাজ্য তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে।

সেই সুড়ঙ্গটির দৈর্ঘ্যও ছিল ১৫০ মিটার। এই শেষতম সুড়ঙ্গটি কাঠুয়া জেলার পানসর অঞ্চলে পাওয়া গেছিল এবং এটি চৌহদ্দি চৌকি ১৪ এবং ১৫ এর মধ্যবর্তি অঞ্চলে অবস্থিত। আরও একটি লক্ষ্য করার মত বিষয়, এটি জম্মু অঞ্চল সীমান্তের নিকটবর্তী সাম্বা, হিরানগর এবং কাঠুয়া লাইন বরাবর গত ছয় মাসে উদ্ধার করা চতুর্থ সুড়ঙ্গ। ইন্টেলিজেন্স এজেন্সি সক্রিয় না থাকলে এখানে আরও বড় নাশকতা চালাতে পারত পাকিস্তান।

অন্যান্য দুটি টানেল ২০২০ সালে সাম্বা জেলায় আবিষ্কৃত হয়েছিল, প্রথমটি ২৪ আগস্টে এবং দ্বিতীয়টি ২২ শে নভেম্বর। গত এক দশকে সন্ত্রাসীদের দ্বারা ব্যবহৃত মোট দশটি ভূগর্ভস্থ ট্যানেলের সন্ধান পেয়েছে নিরাপত্তা বাহিনী।