বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভের উপর খড়্গহস্ত প্রশাসন

0
2060

বঙ্গদেশ ডেস্ক: বাংলাদেশে বিগত সাত মাসে ব্যাপক হারে বেড়েছে সংখ্যালঘু হিন্দু নির্যাতন। অবিলম্বে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা নির্যাতনের বিচার করা না হলে ঢাকা অভিমুখে লং মার্চ করা হবে বলে বলে চট্টগ্রামে গণঅবস্থান কর্মসূচি থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই আন্দোলনের ঢেউ এবার এসে লেগেছে খোদ পশ্চিমবঙ্গেও! আজ বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় বজরং দল সহ বেশ কিছু জাতীয়তাবাদী ও হিন্দুত্ববাদী সংগঠন।

আজ সকালে কলকাতার বিড়লা তারামণ্ডলের সামনে জমায়েত করে বজরং দল ও অন্যান্য জাতীয়তাবাদী ও হিন্দুত্ববাদী সংগঠন এবং সাধারণ হিন্দুরা। উক্ত স্থান থেকে মিছিল বঙ্গবন্ধু শেখ মুজিব সরণিতে অবস্থিত বাংলাদেশ উপদূতাবাসের সামনে অবস্থান ও বিক্ষোভের চেষ্টার সময় বিভিন্ন সংগঠনের নেতৃত্ব ও সদস্য সহ সাধারণ হিন্দু বিক্ষোভকারীদের আটক করে লালবাজারে নিয়ে যায় কলকাতা পুলিশ। কিছু জনকে হেস্টিংস ও বেনিয়াপুকুর থানাতে নিয়ে যাওয়া হয়।পরিস্থিতি যাতে আয়ত্তের বাইরে না যায় তার জন্য এলাকায় মোতায়েন করা হয় প্রচুর পুলিশ।

সম্প্রতি ধর্ম অবমাননার অভিযোগে কুমিল্লার মুরাদনগর-সহ বিভিন্ন এলাকায় ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা, নির্যাতন, অগ্নিসংযোগের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। অবিলম্বে এই নির্যাতনের বিচার করা না হলে রাজধানী ঢাকা অভিমুখে লং মার্চ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বাংলাদেশের রাজধানী ঢাকায় শাহবাগ মোড়ে এবং চট্টগ্রামে নিউ মার্কেট মোড়ে গত শনিবার বিক্ষোভে ফেটে পড়েন সেখানকার সাধারণ হিন্দুরা। গতবছর প্রথম ৪ মাসেই নির্যাতন ও হত্যা-সহ নানা ধরনের হিংসাত্মক ঘটনা ঘটেছিল ২৫০ বেশি। ২০১৮ সালে এই ধরনের ঘটনা ঘটেছিল ৮০৬ টি৷

শেষ খবর পাওয়া পর্যন্ত আটক হওয়া বিক্ষোভকারীদের মধ্যে কয়েকজনকে বন্ড সাইন নিয়ে ছেড়েছে পুলিশ। বাকি আটককারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হবে না কি তাদেরকে বন্ড সাইন নিয়ে ছেড়ে দেওয়া হবে তা নিয়ে সবিস্তারে জানায়নি পুলিশ। আটকের ঘটনার পর নেটিজেনদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। কারণ কিছুদিন আগেই ফ্রান্সে ইসলামী সন্ত্রাসবাদীদের হামলার সমর্থনে ফ্রান্স দূতাবাস অভিমুখে বিক্ষোভ করেছিল পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ। সেই সময়ে কাউকে আটক করা হয়নি। কিন্তু বাংলাদেশে চলমান হিন্দু নির্যাতন নিয়ে প্রতিবাদের সময় প্রতিবাদকারীদেরকে গ্রেফতার করা হয়েছে। নেটিজেনরা প্রশ্ন তুলেছে যে পশ্চিমবঙ্গের আইন কি একপাক্ষিক, কেন বরাবরই এই একই চিত্র দেখা যায়? রাজ্য প্রশাসনের পক্ষ থেকে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কোনও মন্তব্য করা হয়নি।