কাশ্মীর নিয়ে নাক গলানোর প্রয়োজন নেই, চিনকে কড়া হুঁশিয়ারি ভারতের

0
438

বঙ্গদেশ ডেস্ক: সীমান্তে উত্তেজনা তৈরির চেষ্টা তো করেইছে চিন৷ এবার কাশ্মীর প্রসঙ্গ নিয়ে আন্তর্জাতিক মঞ্চে সরব হতে চাইছে জি জিংপিংয়ের দেশ৷ তারা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে বিষয়টি তুলতে চায়৷ এই খবর সামনে আসার পর বৃহস্পতিবার ভারতের তরফে চিনের কড়া সমালোচনা করা হল৷

স্পষ্ট ভাবে বেজিংয়ের এই চেষ্টাকে ভারতের তরফে খারিজ করে দেওয়া হয়েছে৷ জানানো হয়েছে, কাশ্মীর সম্পূর্ণ ভারতের অভ্যন্তরীণ বিষয়৷ এর মধ্যে চিনের নাক গলানোর কোনও প্রয়োজন নেই৷ এদিন ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে এই বিষয়ে৷

সেখানে লেখা হয়েছে, ‘‘ভারতের অংশ জম্মু ও কাশ্মীর নিয়ে আলোচনা করার জন্য চিন রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে চেষ্টা চালাচ্ছে৷ এই বিষয়টি আমাদের নজরে এসেছে৷’’ ওই বিবৃতিতে আরও বলা হয়েছে যে এটা প্রথমবার নয়৷ এর আগেও এই বিষয়ে আলোচনার দাবি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে চিন তুলেছিল৷

জম্মু ও কাশ্মীরের বিষয়টি পুরোপুরি ভারতের অভ্যন্তরীণ ব্যাপার৷ সেটা জেনেও চিন এমন পদক্ষেপ বারবার করছে৷ তবে আগে যতবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে চিন এই বিষয়ে সরব হয়েছে, ততবারই আন্তর্জাতিক সম্প্রদায়কে নিজেদের পাশে পায়নি৷

এদিন ভারতের তরফে জারি করা কড়া বিবৃতিতে সেকথাও চিনকে মনে করিয়ে দিয়েছে৷ পাশাপাশি বিদেশমন্ত্রক চিনকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যে এই ধরনের প্রচেষ্টায় যেন বেজিং এখনই দাঁড়ি টানে৷