হিন্দি-চীনি ভাই ভাই অতীত! চীন সীমান্তে মোতায়েন অ্যাপাচে এটাক হেলিকপ্টার

0
627

বঙ্গদেশ ডেস্ক – ভারত-চীন মেকি বন্ধুত্বের ‘নেহেরুভিয়ান’ দুর্বলতা এখন অতীত। মোদির ভারত চীনের সৈন্য প্রত্যাহারেও ভুলছে না, বরং সতর্ক নজর রেখে চলেছে কমিউনিস্ট চীন সেনার উপর। ভারত চীন সীমান্তে সম্প্রতি একটি অভূতপূর্ব ঘটনা দেখা যায়। পূর্ব লাদাখে চীনের সঙ্গে সীমান্ত পরিস্থিতি ঠাণ্ডা হওয়ার পরেও, গত সপ্তাহে তিব্বতের সীমান্তবর্তী সিকিমের একটি (Forward base) ঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর অ্যাপাচে এটাক হেলিকপ্টার দেখতে পাওয়া যায়।

শিলংয়ে প্রতিরক্ষা মন্ত্রকের জনসংযোগ বিষয়ক আধিকারিক টুইটারে একটি ছবি পোস্ট করেন। বিমান বাহিনীর এয়ার মার্শাল অমিত দেব যিনি সিকিমের পূর্বাঞ্চলীয় বিমান কমান্ডের চিফ, তাঁকে অ্যাপাচি হেলিকপ্টারটিতে বসে থাকতে দেখা যায়।

এনডিটিভি-র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই আক্রমণকারী হেলিকপ্টারটি “একচ্যুয়াল লাইন অব কন্ট্রোল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে উত্তর সিকিম জেলার একটি ফরোয়ার্ড বেসে রাখা ছিল”।

বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ, এটি সিকিমে উপস্থিত আইএএফ-এর অ্যাপাচি আক্রমণকারী হেলিকপ্টারের প্রথম ছবি যা জনসমক্ষে প্রকাশ করা হল। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, এটি পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) -এর জন্য সতর্কবানীও হতে পারে। তিব্বত সীমান্তের নিকটবর্তী উত্তর সিকিমের দিকে নাকু লা-এর কাছে ভারত এবং চীন সীমান্ত বরাবর সংঘটিত সেনা সংঘর্ষের মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই, এই ছবি ‘পাব্লিশ’ হওয়া একটি বিশেষ বার্তা বহন করে।

ভারত, ২০১৫ সালে আইএএফ-এর জন্য ২২ টি অ্যাপাচে ক্রয়ের চুক্তি করেছিল এবং ২০২০ সালের জুলাইয়ের মধ্যে সমস্ত হেলিকপ্টারগুলিই সরবরাহ করা হয়েছিল। সেনাবাহিনীর জন্য ছটি অ্যাপাচের একটি চুক্তি গত বছরের ফেব্রুয়ারিতে স্বাক্ষর করা হয় এবং এর সংখ্যা আরও বাড়ার সম্ভাবনাও রয়েছে।