বিশেষ শিক্ষায় শিক্ষিত ভারতীয়রা সরাসরি চাকরি পাবেন জাপানে, চুক্তি সই দু’দেশের

0
794

বঙ্গদেশ ডেস্ক – ভারত ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার লক্ষ্যে দু’দেশ সোমবার, ১৮ জানুয়ারী একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এরফলে জাপানে, দক্ষ ভারতীয়দের ১৪ টি বিভিন্ন ক্ষেত্র জুড়ে কাজের সুযোগ তৈরি হবে বলে দ্য টাইমস তাদের রিপোর্টে উল্লেখ করেছে।

পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা এবং নয়াদিল্লিতে জাপানের রাষ্ট্রদূত সুজুকি সন্তোশির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এমওসি’তে ১৪ টি নির্দিষ্ট দক্ষতার কথা অন্তর্ভুক্ত করা হয়েছে যার অধীনে ভারত থেকে দক্ষ কর্মীরা গিয়ে জাপানের কর্মীর প্রয়োজনীয়তা পূরণ করবে এবং জাপানী ভাষার পরীক্ষাগুলি পাশ করে চুক্তির ভিত্তিতে জাপানে কর্মসংস্থানের জন্য উপযুক্ত সুযোগ পাবে বলে স্বরাজ্য তাদের রিপোর্টে উল্লেখ করেছে।

১৪ টি নির্দিষ্ট শিল্প ক্ষেত্রগুলির মধ্যে রয়েছে নার্সিং কেয়ার, বিল্ডিং ক্লিনিং, ম্যাটেরিয়াল প্রসেসিং, শিল্পের যন্ত্রপাতি উৎপাদন, বৈদ্যুতিক এবং ইলেকট্রনিক তথ্য, নির্মাণ, শিপ বিল্ডিং এবং শিপ-সম্পর্কিত শিল্প, অটোমোবাইল রক্ষণাবেক্ষণ, বিমানচালনা, লজিং, কৃষি, মৎস্য, খাদ্য ও পানীয় উৎপাদন এবং খাদ্য শিল্প প্রভৃতি। সোমবার এমইএ’র এক বিবৃতিতে এগুলি জানানো হয়েছে।

জাপান এই শ্রমিকদেরকে “নির্দিষ্ট দক্ষ কর্মী” (specified skilled worker) হিসাবে মর্যাদা দেবে। এমনও আশা করা হচ্ছে যে ভারতীয় দক্ষ কর্মীরা যারা এই এমওসির অধীনে জাপানে যাবেন, তারা জাপানে কাজ করার সময় নতুন দক্ষতা অর্জন করবেন।

প্রয়োজনীয় অপারেশনাল বিবরণ প্রকাশের জন্য দুই দেশ এখন একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ (জেডব্লুজি) প্রতিষ্ঠা করবে। লক্ষ্যনীয় বিষয় হল, অতীতে জাপান বিদেশী কর্মীদের গ্রহণ করতে অনীহা প্রকাশ করত। তাই এই ঘটনার তাৎপর্য অনেক বেশি। এর ফলে আশা করা যায় উভয় দেশ আরও কাছাকাছি আসবে এবং ভারতের জনগণও উপযুক্ত কর্মসংস্থান পাবে।