লাদাখে চীনা বাঙ্কার ধ্বংস করতে বালাকোট খ্যাত ‘স্পাইস ২০০০’ বোমা কিনছে ভারত

বঙ্গদেশ ডেস্ক: ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারির ঘটনা, গোয়ালিয়রের বায়ুসেনা ঘাঁটি থেকে উড়ে গিয়েছিল মোট ২০ টি মিরাজ-২০০০। আকাশপথে আরো একবার জ্বালানি ভরে নিয়ে LOC পেরিয়ে পাকিস্তানের বালাকোটের জঙ্গিঘাঁটিতে আঘাত হেনেছিল মোট ১৬ টি বিমান। যেকোনো প্রয়োজনে সাহায্যের জন্য সীমান্তের এই দিকে অপেক্ষা করছিল ৪ টি বিমান।

পুলওয়ামা হামলা পরবর্তী এই বালাকোট এয়ারস্ট্রাইকের ঘটনা সকলের জানা। তবে অনেকেই হয়ত জানেন না যে সেই রাতে জঙ্গিঘাঁটি ধ্বংসের জন্য ভারতীয় বায়ুসেনার সবচেয়ে ভাল অস্ত্র ছিল ইজরায়েলে তৈরি ‘স্পাইস ২০০০’ বোমা। নিমেষে ধূলিস্যাৎ হয়ে গিয়েছিল জঙ্গিঘাঁটিগুলি। লাদাখে চীনের সাথে যুদ্ধ পরিস্থিতিতে আবারও ইজরায়েলের কাছ থেকে স্পাইস-২০০০ কিনতে চলেছে ভারত।

কিছুদিন আগেই সেনাবাহিনীকে আপৎকালীন ভিত্তিতে ৫০০ কোটি টাকার অস্ত্র কেনার ছাড়পত্র দিয়েছিল মোদী সরকার। সেই টাকায় আরো ‘স্পাইস ২০০০’ বোমা কিনতে চলেছে বায়ুসেনা।

কাগজে-কলমে যদিও কোনোপক্ষই যুদ্ধ চাইছেনা এই মুহুর্তে। চীন বারবার মুখে শান্তির বানী শোনালেও সীমান্তে বাঙ্কার তৈরি করছে, যুদ্ধবিমানও মোতায়েন করছে। ৬২-র যুদ্ধের থেকে শিক্ষা নিয়ে চীনকে বিশ্বাস করছেনা ভারতও। এর প্রত্যুত্তরে ভারত পাঠিয়েছে স্থলসেনার অন্যতম সেরা ভরসা টি-৯০ ভীষ্ম ট্যাঙ্ককে। বায়ুসেনাকেও হাই অ্যালার্টে রাখা হয়েছে৷ সামরিকক্ষেত্রে সার্বিকভাবে চীনের বিরুদ্ধে প্রস্তুত থাকতে চাইছে তারা।

এমতাবস্থায় আরো স্পাইস-২০০০ বোমা ভারতের অস্ত্রাগারে মজুত হলে তা সবদিক দিয়ে এগিয়ে রাখবে ভারতকে। প্রায় ৭০ কিমি পর্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যে আঘাত হানতে পারে এই বোমা। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে চীনা বাঙ্কারগুলিকে নিমেষে গুঁড়িয়ে দেওয়া যাবে এই বোমার মাধ্যমে।