পয়গম্বর মহম্মদের সমালোচনা করা অ-মুসলিম ভারতীয়দের গ্রেফতার করা হোক: জাকির নায়েক

0
806

বঙ্গদেশ ডেস্ক:- ভারত বিদ্বেষী মন্তব্য করার অভিযোগে অভিযুক্ত পলাতক ইসলামিক ধর্মগুরু জাকির নায়েক আরও একবার বিতর্কিত মন্তব্যের জেরে শিরোনামে উঠে এলো। জাকির নায়েক ইসলামিক দেশগুলোর আবেদন জানিয়েছে, পয়গম্বর মোহম্মদের সমালোচনা করা ভারতীয় অ-মুসলিমরা সেইসব দেশে গেলেই যেন অবিলম্বে গ্রেফতার করে নেওয়া হয়। উনি বলেন, পয়গম্বের সমালোচনা করা বেশীরভাগ মানুষ আবার বিজেপি সাপোর্টার হয়।

জাকির নায়েক সৌদি আরব, ইন্দোনেশিয়া সমেত সমস্ত ইসলামিক দেশগুলোকে আবেদন জানিয়েছে যে, সেই সমস্ত ভারতীয়দের যেন ডেটাবেস বানানো হয় যারা পয়গম্বর মোহম্মদের সমালোচনা করে। এরপর সেই সব ব্যক্তি যখন কোনও ইসলামিক দেশে যাবে তাকে তখনই যেন গ্রেফতার করে নেওয়া হয়। ভারতীয় অ-মুসলিমদের পয়গম্বর মোহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের একটি ডেটাবেস তৈরি করে কম্পিউটারে সেভ রাখার নিদান দিয়েছেন জাকির নায়েক।

জাকির নায়েক বলেছে, ‘এরপর ওরা যখন ইসলামিক দেশে প্রবেশ করবে, সেটা কুয়েত, সৌদি আরব বা ইন্দোনেশিয়া, যেখানেই হোক না কেনও, আগে তদন্ত করা হবে তারা ইসলাম বিরোধী কোনও মন্তব্য করেছে কি না। যদি তারা ইসলামের বিরুদ্ধে কোনো কটু মন্তব্য করে থাকে, তাহলে তাদের গ্রেফতার করে জেলে ঢুকিয়ে মামলা দায়ের করা হোক। আর এটাও জানিয়ে দেওয়া হোক যে, আমাদের ডেটাবেসে সমস্ত অমুসলিম ভারতীয়দের ইসলাম বিরোধী মন্তব্য নথিভুক্ত আছে। এরা ইসলামিক দেশে পা দিলেই তাদের গ্রেফতার করে নেওয়া হোক।”

ভারত থেকে পালিয়ে যাওয়া জাকির নায়েক আরও বলেছেন, “আমার কথা বিশ্বাস করুন, এদের মধ্যে বেশীরভাগ মানুষই বিজেপি সাপোর্টার। এদের কাজ‌-ই হল মুসলিমদের বিরুদ্ধে বিষ উগড়ে দিয়ে তাদের কোনঠাসা করা।”

প্রসঙ্গত, জাকির নায়েক পলাতক। আর জাকিরের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া এবং সন্ত্রাসবাদী গতিবিধিতে যুক্ত থাকার অভিযোগ‌ও উঠেছে। এবং তার অ্যাপ পিস টিভিও নিষিদ্ধ ঘোষণা করার চিন্তা ভাবনা করছে ভারত সরকার।