জনমানসে সুবুদ্ধির উদয় ঘটাতে দিল্লির প্যাসিফিক মলে বসানো হল রাম মন্দিরের রেপ্লিকা

0
615

বঙ্গদেশ ডেস্ক:- গত ৫ ই আগস্ট অযোধ্যার রাম মন্দিরের ভূমি পূজন অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছে রাম মন্দির নির্মাণের কাজ। আর তারপরেই সারাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে অভূতপূর্ব উন্মাদনা সৃষ্টি হয়েছে। হাজারে হাজারে হিন্দু জনতা উৎসাহের সঙ্গে শ্রীরাম মন্দির নির্মান কল্পে অর্থ দান করেছেন। এবার সেই উন্মাদনার রেশ ছুঁয়ে গেল দিল্লির প্যাসিফিক মলে। ওই শপিং মলের ভেতরে বসানো হলো শ্রী রাম মন্দিরের রেপ্লিকা।

শপিংমল কর্তৃপক্ষের এই উদ্যোগের প্রশংসা করেছেন ক্রেতারা। সাধারণত শপিং মল গুলিতে ক্রিসমাস ট্রি দেখা যায়। বিভিন্ন রকম এল‌ইডি আলো দিয়ে সাজানো হয় সেগুলো। কিন্তু হিন্দু সম্প্রদায়কে খুশি করতে শ্রী রাম মন্দিরের রেপ্লিকা স্থাপনের ঘটনা এই প্রথম। জানা গিয়েছে এই রেপ্লিকাটি তৈরি করতে ৪০ থেকে ৪৫ দিন সময় নিয়ে ৮০জন বিশেষজ্ঞ এই কাজে নিযুক্ত ছিলেন। মলের ম্যানেজার ললিত রাঠোর সংবাদ সংস্থা ANI-কে বলেছেন,’সামনেই দীপাবলী। তার আগে মানুষের মধ্যে শুভ চিন্তার উদয় ঘটাতে এই উদ্যোগ। এবং তাদের এই প্রচেষ্টায় খুশি ক্রেতারা।’

প্যাসিফিক গ্রুপের নির্বাহী পরিচালক অভিষেক বনশল আরও বলেছেন,”সত্য, সভ্য এবং পুণ্যের মূর্ত প্রতীক ভগবান রামচন্দ্রকে এমন এক ব্যক্তি হিসাবে বর্ণনা করা যেতে পারে যাঁর চরিত্রে নিখুঁত নৈতিক এবং সামাজিক দিক বর্তমান। তিনি মন্দ কাজের প্রতি উত্তমতার বিজয়ের প্রতীক। তিনি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন কীভাবে সামাজিক শৃঙ্খলা বজায় রাখা যায় এবং তাই ভারতীয় সংস্কৃতিতে শ্রী রামের উপাসনা করা হয়।”

প্রকৃতপক্ষে, গত বছর ৭৪ তম স্বাধীনতা দিবস উপলক্ষে, টেগর গার্ডেনের এই প্যাসিফিক মলে ‘উইংস অফ ভ্যালোর’ নামে একটি ইনস্টলেশন রাখা হয়েছিল, সিলিং থেকে ঝোলানো ১৬ফুটের যুদ্ধবিমানের মডেল প্রদর্শিত হয়েছিল। রাফেল যুদ্ধবিমানের সফলতা সেলিব্রেশনের আইডিয়া থেকেই এই মডেল প্রর্দশিত হয়েছিল।