করোনার জেরে বিশবাঁও জলে জনগণনা ও এনপিআর

0
400

বঙ্গদেশ ডেস্ক: প্রতি দশ বছর অন্তর জনগণনা হয় ভারতে৷ সেই হিসেবেই ২০২০ সালের শুরুতেই জনগণনার কাজ শুরু হওয়ার কথা ছিল৷ যার পুরো প্রক্রিয়া শেষ হওয়ার পর চূড়ান্ত ছবিটা সামনে আসার কথা ২০২১ সালে৷

কিন্তু করোনা পরিস্থিতির জেরে জগণনা এবং ন্যাশনাল পপুলেশন রেজিস্টার বা NPR-এর কাজ আগেই স্থগিত করে দেওয়া হয়েছে৷ পরিস্থিতি এখনও স্বাভাবিক না হওয়ায় সেই কাজ চলতি বছরে নাও শুরু হতে পারে৷ সরকারি সূত্র থেকে ওই খবর পাওয়া গিয়েছে৷

ওই সূত্রের দাবি, জনগণনার কাজ আরও এক বছর পিছিয়ে যেতে পারে৷ জনগণনার কাজ দেশজুড়ে একসঙ্গে হয়৷ বাড়ি বাড়ি গিয়ে সরকারি তরফে তথ্য সংগ্রহ করা হয়৷ এর জন্য প্রয়োজন ৩০ লক্ষ কর্মীর৷ কিন্তু এই পরিস্থিতিতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ ঝুঁকিপূর্ণ বলেই মনে করছে সরকার৷ তাই এই সিদ্ধান্ত বলে ওই সূত্র থেকে জানা গিয়েছে৷

প্রসঙ্গত, ২০২১ সালে জগণনার জন্য হাউজ লিস্টিং ও NPR আপডেট করা প্রয়োজন৷ সেই কাজ চলতি বছরের পয়লা এপ্রিল শুরু হওয়ার কথা ছিল৷ আর ৩০ সেপ্টম্বরের মধ্যে ওই কাজ শেষ হয়ে যেত৷ অর্থাৎ এই কাজের জন্য অন্তত ছয় মাস সময় প্রয়োজন৷ এখনও পর্যন্ত তা শুরু হয়নি৷ কবে শুরু হবে, তা নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত হয়নি বলে সরকারের ওই সূত্র থেকে জানা গিয়েছে৷

এদিকে চলতি বছরের শুরুতে এনপিআর নিয়ে আপত্তি তুলেছিল একাধিক বিজেপি বিরোধী রাজনৈতিক দল৷ এই কাজ শুরু হলে সেই বিরোধিতার সুর আবার চড়তে পারে বলে মনে করা হচ্ছে৷