এশিয়ার 20 জন মহিলা ব্যবসায়ীর মধ্যে একজন বঙ্গতনয়া, তালিকা প্রকাশ ফোর্বসের

0
223

বঙ্গদেশ ডেস্ক: করোনা অতিমারীর (Covid Pandemic) পরবর্তীকালে বেশ কিছু ভালো কাজের জন্য এশিয়ার ২০ জন মহিলা ব্যবসায়ীর নাম প্রকাশ করেছে ফোর্বস (Forbes)৷ সেই তালিকায় ভারতের তিনজন জায়গা পেয়েছেন৷ তাদের মধ্যে রয়েছেন একজন বঙ্গতনয়া।

গত মঙ্গলবার ফোর্বস এশিয়া প্রকাশ করেছে ২০২২ সালের ব্যবসায়ী মহিলাদের তালিকা। এশিয়া প্যাসিফিক অঞ্চল জুড়ে ব্যবসায় মোট ২০ জন অসামান্য মহিলাকে সম্মানিত করা হয়েছে। ব্যবসায়ী নারীদের এই তালিকায় রয়েছেন তিন জন ভারতীয়।২০ জন ব্যবসায়ীর এই তালিকা ফোর্বস এশিয়ার মহিলাদের নেটওয়ার্ক আরও বাড়াতে সাহায্য করবে৷

নভেম্বর সংস্করণে, ফোর্বস এশিয়া ব্যবসায়িক পেশাদারিত্বকারী নারীদের একটি গ্রুপকে বেছে নিয়েছে যারা কোভিড-১৯ প্রাদুর্ভাব এবং অনিশ্চয়তা সত্ত্বেও কোম্পানির উন্নতির দিকে নজর রেখে বিভিন্ন পরিকল্পনা তৈরি করেছেন।২০২২ সালে এশিয়ার পাওয়ার বিজনেস ওমেন হিসাবে তালিকাভুক্ত ২০ জন মহিলা প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও নিজেদের সংস্থাগুলির উত্তরোত্তর বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি তৈরি করেছে এছাড়াও কম্পিউটিং, ওষুধ এবং পণ্যদ্রব্যের মতো বিশেষ বিশেষ ক্ষেত্রে বিকাশ অব্যাহত রাখতে শিপিং, রিয়েল এস্টেট এবং নির্মাণের মতো অর্থনৈতিক শিল্পে আরও বিভিন্ন রকমের কাজ করে গিয়েছেন।

এই তালিকায় রয়েছে বাঙ্গালী কন্যা সোমা মন্ডল।রাষ্ট্র-চালিত ইস্পাত কোম্পানি SAIL-এর নেতৃত্বাধীন প্রথম মহিলা সোমা মণ্ডল হচ্ছেন ভারতের উদ্যোক্তা। ফোর্বসের মতে, সোমা মন্ডল ২০২১ সালে চেয়ারওম্যান নিযুক্ত হওয়ার পর ৩১মার্চ, ২০২২-এ শেষ হওয়া অর্থ গণনায় SAIL-এর বার্ষিক আয় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।