উত্তপ্ত জলপাইগুড়ি, গেরুয়া আবির দেওয়ায় বিজেপি কর্মীর কান কাটার অভিযোগ

0
632

বঙ্গদেশ ডেস্ক: ফের রাজনৈতিক হিংসার বলি বিজেপি কর্মী। ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়ায় এক বিজেপি কর্মীর কান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এমনকী তাঁর বাড়িঘরও ভাঙচুর করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। বর্তমানে ওই জখম বিজেপি কর্মী জলপাইগুড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। সোমবারের এই ঘটনার জেরে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি নেতৃত্ব।

সোমবার রাজ্যজুড়ে দোল খেলা হচ্ছিল। সেই উপলক্ষে জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের পাদ্রী কুটির এলাকায় এক তৃণমূল কর্মীকে রঙের টিকা পরিয়ে শ্রীরাম স্লোগান দিয়েছিলেন বিজেপি কর্মী। এই ঘটনার কিছুক্ষণ পর দুষ্কৃতীরা এসে তার বাড়িঘর, পার্টি অফিস, বাইক ভাঙচুর করে বলে অভিযোগ উঠেছে।এর পাশাপাশি গ্রামের মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজ করারও অভিযোগ উঠেছে। এছাড়াও, ধারালো অস্ত্রের আঘাতে ওই বিজেপি কর্মীর কানের একাংশ কেটে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় বাসিন্দা ও বিজেপি নেতৃত্বের অভিযোগ, এই দুষ্কৃতী তাণ্ডবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তৃণমূল নেতা কৃষ্ণ দাস। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় বিশাল পুলিশবাহিনী। অভিযোগ দায়ের পর কয়েক জনকে আটক করা হয়েছে বলেও খবর পাওয়া গিয়েছে। তবে ওই গ্রামে কেন্দ্রীয় বাহিনীর টহলের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। গোটা এলাকা এখন থমথম। আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকাবাসী।

বিজেপির জেলা কমিটির সাধারণ সম্পাদক অলোক চক্রবর্তী অভিযোগ করেছেন, ভোট যত এগিয়ে আসছে, তৃণমূলের সন্ত্রাসের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। এই ঘটনা তারই এক ঝলক। রঙ খেলা সামাজিক সম্প্রীতির পরিচয়। সেই ঘটনাকে রক্তাক্ত করে তুলেছে তৃণমূল। যদিও অভিযুক্ত তৃণমূল নেতা কৃষ্ণ দাসের দাবি, এই ঘটনার সঙ্গে তাঁদের কোনোরকম যোগসূত্র নেই। সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে, তৃণমূল কর্মীকে গেরুয়া আবির দিয়েছিলেন ওই বিজেপি কর্মী।