সাফল্য সেনার,এনকাউন্টারে খতম হিজবুল প্রধান

0
532

বঙ্গদেশ ডেস্ক:- হিজবুল মুজাহিদীন প্রধান পরিচালক সাইফুল্লাহের এনকাউন্টারে মৃত্যু হল। রবিবার জম্মু-কাশ্মীরের শ্র্রীনগর জেলার রাংগ্রীথ এলাকায় সেনা জঙ্গির গুলির লড়াই চলাকালীন সেনার গুড়িতে সাইফুল্লার মৃত্য হয়। কাশ্মীর পুলিশের ইন্সপেক্টর জেনারেল বিজয় কুমার জানান, হিজবুল মুজাহিদীন প্রধান সাইফুল্লাহকে খতম করার পাশাপাশি একজন জঙ্গিকেও গ্রেপ্তার করা হয়েছে।

গোপন সূত্রের খবরের ভিত্তিতে জঙ্গিদের অবস্থান নিশ্চিত হওয়ার পর এদিন রাংগ্রীথ এলাকায় পুলিশ ও সিআরপিএফ জওয়ানরা যৌথ ভাবে অভিযান চালায়। যৌথ বাহিনীর সদস্যরা জঙ্গিদের সন্দেহভাজন স্থানে পৌঁছতেই বাহিনীকে লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। পাল্টা যৌথ বাহিনীও গুলি চালাতে শুরু করে। সেই গুলির লড়াইয়ে সাঈফুল্লাহ-র মৃত্যু হয়।

পুলিশ সূত্রে খবর, সাইফুল্লাহ মীর ওরফে গাজী হায়দার ওরফে ডাক্তার সাহাব পুলওয়ামার মালংপুরার বাসিন্দা। তিনি ২০১৪ সালের অক্টোবরে হিজবুল মুজাহিদিনে যোগ দিয়েছিলেন। রিয়াজ নাইকু তাকে নিয়োগ করেছিলেন এবং নাম দিয়েছিলেন গাজী হায়দার।