নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র বানালে আমিও শিরশ্ছেদ করব; বিস্ফোরক কবি মুনাওয়ার রাণা

0
1043

বঙ্গদেশ ডেস্ক:- কোনো নারকেল পচা দুর্গন্ধযুক্ত নাকি ভালো তা বোঝার মাত্র দুটি উপায় আছে। প্ৰথমত, নারিকেলটিকে নাড়িয়ে বুঝে নিতে হবে এবং দ্বিতীয়ত, নারকেলকে ভেঙে ভেতরটা দেখতে হবে। এর কারণ নারকেল ওপর থেকে দেখে আন্দাজ করা মুশকিল।

ভারতে কিছু জ্ঞানীগুণী জনের অবস্থা এই পচা নারকেলের মতোন। এরা সভ্য সমাজের মুখোশ পরে থাকলেও ভেতরে ভেতরে পচা দুর্গন্ধযুক্ত। এদের মধ্যে অনেকের নিজের নামের আগে ডক্টর, কবি, এডভোকেট ইত্যাদি নানা তকমা লাগিয়ে রেখেছে যা নারকেলের শক্ত খোলের মতো কাজ করে।

আর এই ধরনের ভণ্ডর জ্বলন্ত উদাহরণ হলেন আনোয়ার রানা ও আয়েশা খাতুনের ছেলে কবি মুনাওয়ার রাণা। যিনি ভারতে কবি হিসেবে পরিচিত হলেও উনার ভেতরে কি রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ উনি ফ্রান্সে ৪৭ বছরের এক শিক্ষককে গলা কেটে মেরে ফেলার ঘটনাকে সমর্থন করেছেন। মৃত শিক্ষক ক্লাসে নবী মহম্মদের একটা কার্টুন দেখিয়েছিলেন। আর সেই আক্রোশেই এক যুবক শিক্ষকের শিরচ্ছেদ করে।

কবি মুনাওয়ার রাণা এই হ’ত্যাকাণ্ডকে সমর্থন করেছেন। মুনাওয়ার রাণা বলেছেন যে তিনি ওই চেচেন যুবকের জায়গায় থাকলে একই কাজ করতেন। মুনাওয়ার রাণা স্পষ্ট বার্তা দিয়েছেন যে, মহম্মদ বা ইসলামের উপর কেউ কিছু খারাপ বললে বা পদক্ষেপ নিলে উনি নিজেও তার গলা কেটে দেবেন।

প্রসঙ্গত উল্লেখ্য, মুনাওয়ার রাণাকে সেকুলার গোষ্ঠী ও প্রথমসারির মিডিয়া বুদ্ধিজীবী বলে সম্বোধন করে থাকেন। এর আগে মুনাওয়ার রাণা CAA এর তীব্র বিরোধিতা করেছিলেন। এবং অতীতে মুনাওয়ার রাণা বাংলাদেশ, আফগানিস্তান থেকে আগত হিন্দুদের সঙ্গে সরকার যে ন্যায়কার্য করার চেষ্টা করেছে তার বিরোধিতায় প্রতিবাদ করেছিলেন।