ভারতীয় সেনাবাহিনীর মানবিক পরিচয়, মৃত সৈনিকদের সম্মান জানিয়ে সৌধ নির্মাণ ‌

0
655

বঙ্গদেশ ডেস্ক:- সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বেশকিছুদিন আগে ভারত ও চীনা সেনাবাহিনীর মধ্যে প্রবল এক সংঘর্ষ সংঘটিত হয়েছিল সীমান্তে।তার মিশ্র প্রভাবে ভারত তথা সারা বিশ্ব তোলপাড় হয়ে গিয়েছিল। ভারতীয় সেনাবাহিনীর বারংবারের মতো মানবিকতার পরিচয় দিয়ে এবারেও গালওয়ান উপত্যকায় সংঘর্ষে মৃত ২০ জন সেনার জন্য স্মৃতিসৌধ নির্মাণ করেছেন।

সেনাবাহিনী সূত্রের খবর অনুযায়ী, চীনের সাথে গ্যালওয়ান উপত্যকায় সংঘর্ষে নিহত সৈন্যদের সম্মান জানানোর জন্য ভারতীয় সেনাবাহিনী একটি স্মৃতিসৌধ নির্মাণ করেছে। চলতি বছরের ১৫ জুন উত্তর-পূর্ব লাদাখের এই অংশে ভারতীয় ও চীনা সেনাদের মধ্যে রক্তক্ষয়ী এক সংঘর্ষ হয়েছিল।

ভারতীয় সেনাবাহিনীর মতে, গালওয়ান উপত্যকায় ঘটে যাওয়া সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা প্রাণ হারিয়েছেন। প্রায় ৪৫ বছরে এই প্রথমবারের মতো চীনের সাথে সীমান্ত যুদ্ধে ভারতীয় সেনা নিহত হয়েছে। সংঘর্ষ হয়েছিল গাল‌ওয়ান উপত্যকার ১৪নম্বর প্যাট্রোলিং পয়েন্টে।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গালওয়ান উপত্যকা সংঘর্ষে নিহত ২০ জন ভারতীয় জ‌ওয়ানের মধ্যে ১৬ নম্বর বিহার রেজিমেন্টের কমান্ডিং অফিসার কর্নেল সন্তোষ বাবুও ছিলেন।

রিপোর্ট অনুযায়ী, গ্যালওয়ান এবং শায়োক নদীর সংযোগস্থলের নিকটে অবস্থিত ‘কেএম-১২০’ নামক স্থানে ভারতীয় সেনাদের উদ্দেশ্যে এই স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়েছে।

সূত্র মারফত জানা গেছে, সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও, গালওয়ান উপত্যকায় সংঘর্ষের সময় ভারতীয় সেনা তরফে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

অন্যদিকে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সংঘর্ষের পরবর্তীতে চীনা লালফৌজের পক্ষ থেকে গালওয়ান উপত্যকায় নিহত পিপল’স লিবারেশন আর্মি সেনা সংখ্যা প্রকাশ করতে অস্বীকার করা হয়েছে। শুধু তাই নয় নিহত সৈনিকদের প্রতি বিন্দুমাত্র সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ করেনেনি চীনা প্রেসিডেন্ট জিং পিং। তাঁর এই আচরণে ভীষণ অবাক হয়েছেন সামরিক বিশেষজ্ঞমহল।

প্রাপ্ত খবর অনুযায়ী জানা যায়, অভিজ্ঞতা ও অনুমানের ভিত্তিতে, একজন ভারতীয় সাংবাদিক জানিয়েছেন, সাত ঘন্টা দীর্ঘ লড়াইয়ে ৪০ জনেরও বেশি চৈনিক সেনা নিহত হয়েছিল সেই সংঘর্ষে।

১৫ ই জুন গাল‌ওয়ান সংঘর্ষে নিহত ২০ জন ভারতীয় সেনার নাম ও ছবি তাঁদের সম্মান প্রদর্শনের জন্য নির্মিত স্মৃতিসৌধে খোদাই করা হয়েছে।