নতুন যুদ্ধ সরঞ্জাম কিনে নব উদ্যমে চীন সীমান্তে কোমর বাঁধছে ভারতীয় বাহিনী

0
676

বঙ্গদেশ ডেস্ক – পূর্ব লাদাখ সীমান্তে চীনের আগ্রাসী অবস্থান দেখে ভারতের সামরিক বাহিনী জরুরিভিত্তিতে অস্ত্র ও সরঞ্জাম কিনছে যাতে তারা যে কোনো আক্রমণ প্রতিহত করতে পারে, সোমবার রাজ্যসভায় সরকারের পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে। প্রতিরক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীপাদ নায়েক জানান, ভারতের সশস্ত্র বাহিনী “উত্তরাঞ্চলীয় বিরোধী”দের থেকে আসা সম্ভাব্য হুমকির জন্য প্রস্তুতি নিচ্ছে। যে কোন হামলা আটকানোর জন্য বাহিনী আঞ্চলিক ভূভাগ এবং আবহাওয়ার উপযোগী সরঞ্জাম সংগ্রহ করছে।

সংসদে একটি প্রশ্নের জবাব দিতে গিয়ে মন্ত্রী আরও বলেন, চীনের সীমান্তে মোতায়েন করা সশস্ত্র বাহিনীর সদস্যদের পরিবারগুলিকে কোনও বিশেষ ভাতা দেওয়া হয়নি। তিনি আরও জানান, “থ্রেটের গুরুত্ব আন্দাজ করে, উপলব্ধ প্রযুক্তির ভিত্তিতে সশস্ত্র বাহিনী দেশের উত্তর দিকের শত্রুদের সম্ভাব্য আক্রমণকে ব্যর্থ করতে সেই অঞ্চলভিত্তিক এবং তার আবহাওয়ার উপযোগী নির্দিষ্ট সরঞ্জাম কিনছে।”

“বর্তমান স্ট্যান্ড-অফের পরিস্থিতে সশস্ত্র বাহিনী নিজেদের যুদ্ধকালীন পরিস্থিতিতে তৈরি রাখার জন্য বেশ কিছু অস্ত্র ও সরঞ্জাম জরুরিভিত্তিতে সংগ্রহের কাজ শুরু করেছে,” শ্রীযুক্ত নায়েক এমতো বলেছেন বলে নিউজ ১৮ তাদের রিপোর্টে উল্লেখ করেছে। দুপক্ষই নিজের নিজের জমি আঁকড়ে রয়েছে। প্রায় লক্ষাধিক ভারতীয় ও চীনা সেনা বর্তমানে পূর্ব লাদাখে মোতায়েন রয়েছে এবং দীর্ঘ সময় ধরে লড়াই চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। এদিকে একটি সৌহার্দ্যপূর্ণ সর্বজনগ্রাহ্য সমাধানের জন্য কূটনৈতিক ও সামরিক আলোচনাও অব্যাহত।

গত বছরের মে মাসে প্যানগং হ্রদের কাছে দু’পক্ষের সৈন্যদের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে গিয়েছিল। গত মাসে সামরিক আলোচনার নবম দফায় উভয় পক্ষই সেনাবাহিনী সরিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছিল বলে ডিফেন্স নিউজ তাদের প্রতিবেদনে উল্লেখ করে। পূর্ব লাদাখের পরিস্থিতি স্থিতিশীল করতে ও নিয়ন্ত্রণে রাখতে, কার্যকরী প্রচেষ্টা চালিয়ে যাওয়ার সংকল্প নিয়েছে উভয়পক্ষই।