আমেরিকা, ইজরায়েল থেকে মোট দেড় লক্ষ আধুনিক রাইফেল কিনছে ভারত

0
849

বঙ্গদেশ ডেস্ক: ভারতীয় সেনার বহুকালের সঙ্গী ইনসাস এবার বিদায় নিতে চলেছে। চীনের সাথে সীমান্ত বিবাদ কিছুটা স্তিমিত হলেও নিজেদের প্রস্তুতিতে কোনোরকম ফাঁক রাখতে চাইছেনা ভারতীয় সেনা। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরো ৭২ হাজার অ্যাসল্ট রাইফেল কেনার সিদ্ধান্ত নিয়েছে তারা৷

ইতিমধ্যেই প্রথম দফার মোট ৭২হাজারটি অ্যাসল্ট রাইফেল পেয়েছিল সেনাবাহিনী। ব্যবহার করতে শুরুও করে দিয়েছিল উত্তর ভারতের কিছু অংশে ও অন্যান্য স্থানে৷ এবার আরো শক্তি বাড়িয়ে নিতে চাইছে সেনা। বরাত দিয়েছে আরো ৭২ হাজারটি অ্যাসল্ট রাইফেলের৷ সংবাদসংস্থা এএনআইয়ের দাবি অনুযায়ী ভারত সরকার সেনাকে যে বিশেষ আর্থিক ক্ষমতা প্রদান করেছে, তারই ব্যবহারে দ্বিতীয় দফায় এই আমেরিকান রাইফেলের বরাত দেওয়া হচ্ছে।

আমেঠির অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে একে-২০৩ রাইফেল বানানোর কাজ এখনো শুরু হয়নি। তাই যত তাড়াতাড়ি সম্ভব নিয়ন্ত্রণরেখা ও সন্ত্রাস দমনের কাজে ব্যবহারের জন্য মোট দেড় লক্ষ অ্যাসল্ট রাইফেল আমদানি করতে চাইছে ভারত। আমেরিকার কাছ থেকে এই রাইফেলগুলির বরাত দেওয়ার পাশাপাশি ভারত ইজরায়েল থেকেও প্রায় ১৬ হাজারটি লাইট মেশিন গানের বরাত দিয়েছে।