ত্রিপুরা বাংলাদেশ সীমান্তে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক, পলাতক বাংলাদেশী চোরাকারবারিরা 

0
571

বঙ্গদেশ ডেস্ক: ত্রিপুরা বাংলাদেশ সীমান্তে বিপুল পরিমাণে মাদক ও অবৈধ জিনিসপত্রের চোরাচালান রুখে দিয়েছে BSF। সম্প্রতি ত্রিপুরা সীমান্তকে ব্যবহার করে চোরাকারবারিদের চোরাচালানের বাড়বাড়ন্তের সন্ধান পায় BSF। এরপর থেকেই সতর্ক ছিল তারা। ফলে সম্প্রতি BSF এই বিপুল চোরাচালান আটক করতে সক্ষম হয়। 

গত ৩০ শে জানুয়ারী BSF এর ৮০ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা একটি বড় চোরাচালান আটক করে৷ তারই ধারাবাহিকতায় ৩১ জানুয়ারী ওই একই পয়েন্টে সতর্ক অবস্থায় ছিল BSF এর দায়িত্বরত ৭৪ নম্বর ব্যাটালিয়নের সদস্যরা। সন্ধ্যার দিকে তারা দেখতে পায় একদল বাংলাদেশী সীমান্ত পেরিয়ে কিছু জিনিসপত্র নিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছে। এক সময় BSF এর দায়িত্বপ্রাপ্ত জওয়ানরা তাদেরকে ধাওয়া করে। ফলে চোরাকারবারিরাও টের পেয়ে পালাতে শুরু করে। 

চোরাকারবারিরা একসময় ভারতে প্রবেশ করতে ব্যর্থ হয়ে বাংলাদেশে পালিয়ে যেতে সক্ষম হয়। এই সময়ে বাংলাদেশী চোরাকারবারিরা তাদের চোরাচালানের জিনিসপত্র ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে BSF জওয়ানরা তা উদ্ধার করে। উদ্ধারকৃত চোরাকারবারের মালামালের মধ্যে রয়েছে প্রায় ৮০০ বোতল ফেনসিডিল যা মারাত্মক মাদক হিসেবে পরিচিত, সর্বমোট ৩৮ কেজি গাঁজা, ৪০০০০ হাজার বাংলাদেশী টাকা এবং ৫০ টি বাংলাদেশী শাড়ি। ভারত বাংলাদেশ সীমান্তে এরকম চোরাচালান ধরা পড়ার ঘটনা প্রথম নয়। ইতিপূর্বেও অনেক বাংলাদেশী চোরাচালানকারী ও চোরাচালানের দ্রব্য আটক করেছে BSF। চোরাচালানের মূল বস্তু যে মাদকদ্রব্য, তার প্রভাবে ইতিমধ্যে ভারতের বাংলাদেশ সীমান্তবর্তী বিভিন্ন রাজ্যে বিভিন্ন সামাজিক সমস্যা ধীরে ধীরে দেখা দিচ্ছে। এসকল প্রাণঘাতী মাদক যদি বাংলাদেশ থেকে ভারতে ঢোকা বন্ধ না করা যায় তবে আমাদের সমাজের যে স্থিতিশীল অবস্থা ও জীবনযাপন, তা মারাত্মক হুমকির মুখে পড়বে।