পশ্চিমবঙ্গের অর্থনীতির পতনের রাজনীতি এবং তার উত্তরণের পন্থা

লিখেছেন শ্রীসুদীপ্ত গুহ

পশ্চিমবঙ্গের অর্থনৈতিক পতনের ইতিহাস /রাজনীতি এবং তা থেকে  উত্তরণের উপায়- এ ধরনের বেদনাদায়ক অথচ আশাব্যঞ্জক  বিষয়ের উপর রচিত বৈদ্যুতিন্ পুস্তকের  ভুমিকা  লেখা এক অনন্য অভিজ্ঞতা। সম্পূর্ণ নতুন  এক বিষয়ের ওপর মেধা আর পরিশ্রম নির্ভর এই মানের লেখা   আগে বাঙলায় লেখা হয়েছে বলে মনে হয় না। এত বিস্তৃত সময়ের  খুঁটিনাটি যে মুন্সিয়ানার সঙ্গে শ্রী সুদীপ্ত গুহ পাঠকদের সামনে তুলে ধরেছেন তাতে ওনার অধ্যবসায় আর নিষ্ঠা ফুটে উঠেছে। একটি ভিন্ন ধরনের ব্যাখ্যা যা আমরা সচরাচর তথাকথিত সংবাদ-প্রতিষ্ঠানের প্রকাশিত বৌদ্ধিক আলোচনায় পেতে অভ্যস্ত নই, আমাদের সামনে প্রদর্শিত হয়েছে পুস্তকের আকারে। পুস্তকটির তাৎপর্য এখানেই। লেখক তথ্যসহযোগে বিশ্লেষণ করেছেন ঘটনাপ্রবাহ। অর্থনৈতিক কার্যকলাপের বিভিন্ন ক্ষেত্র অনুযায়ী আলোচনা করেছেন। আকর্ষণীয় একটি প্রয়াস দেখতে পেলাম আমরা। রাজনীতি শব্দটি বিশেষ ভাবে উল্লেখ করেছেন লেখক এটি বোঝাতেই যে রাজনৈতিক চিন্তাধারা, বিশ্বাস ও কার্যক্রম বহুলাংশে একটি জাতির বা ভৌগোলিক অংশের ভাগ্য নির্ধারণ করতে পারে।

পুস্তকটি সংগ্রহ করুন।