শত্রু চীনকে জব্দ করতে প্রযুক্তিক্ষেত্রে ভারত-জাপান সহযোগিতা

0
495

বঙ্গদেশ ডেস্ক:- সীমান্তে চীনের সঙ্গে সম্পর্ক খারাপ হতেই বন্ধু হিসেবে ভারতের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিল জাপান। এখন থেকে ভারতের কারিগরি দক্ষতা আরো বৃদ্ধি করতে অন্যতম সহযোগী দেশ হিসেবে চুক্তি স্বাক্ষর করেছে এই দেশ। ভারতের সঙ্গে ফাইভ-জি কারিগরি ছাড়াও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে দুই দেশের মধ্যে। এমনকি জটিল তথ্য পেতে সাহায্য করবে একে অপরকে।

অভিনব এই চুক্তি নিয়ে বিদেশ মন্ত্রী পর্যায়ের বৈঠক হয় যেখানে উপস্থিত ছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাপানের বিদেশ মন্ত্রী তোসিমিতু মোসেগি। জাপান ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারতের সঙ্গে কারিগরি দক্ষতা ভাগ করতে ইচ্ছুক সেই কারণেই এই চুক্তি স্বাক্ষরিত হয়। সম্প্রতি এই ইন্দো-স্পেসিফিক জলসীমায় নিজেদের আধিপত্য বিস্তার করতে চেয়েছিল চীন। সেই অঞ্চলেই চীনের মেরুদন্ড ভাঙতে চাইছে ভারত-জাপান যৌথভাবে।

সারাবিশ্বে ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবনের সঙ্গে সঙ্গে সাইবার সুরক্ষা এখন একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সেই ক্ষেত্রে দুই দেশই নিজেদের তথ্য সুরক্ষিত রাখতে কাজ করবে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন এই চুক্তির ফলে ভারতের সঙ্গে জাপানের সম্পর্ক আরও মজবুত হবে। সাইবার সুরক্ষা মজবুত করতে ইতিমধ্যে কড়া পদক্ষেপ নিয়েছে আমেরিকা। চাইনিজ মোবাইল প্রস্তুতকারক কোম্পানি হুয়াবে-কে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আমেরিকাতে। এমনকি এই চাইনিজ জায়ান্টকে নিজেদের বন্ধু দেশগুলিতেও নিষিদ্ধ করতে অনুরোধ জানিয়েছে আমেরিকা।

আমেরিকার অভিযোগ, মোবাইল ও কারিগরি পরিষেবার দেওয়ার নামে সে দেশের নাগরিকদের ওপর নজরদারি চালাচ্ছিল হুয়াবে। আমেরিকায় পড়তে যাওয়া চীনা ছাত্রদের ওপর চলছে কড়া নজরদারি যা ভালো চোখে দেখেনি চীন। বিষয়টি প্রকাশ্যে আসতেই কোম্পানিকে এ বিষয়ে বিশদে ব্যাখ্যা দিতে হয়েছে।