Infosys Prize 2022 জিতলেন IIT খড়গপুরের বাঙ্গালী অধ্যাপক সুমন চক্রবর্তী

0
418

বঙ্গদেশ ডেস্ক:আইআইটি খড়্গপুর এর মুকুটে যোগ হল নতুন পালক। ‘ইনফোসিস পুরস্কার ২০২২’ পেয়েছেন আইআইটি খড়্গপুরের মেকানিকাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক তথা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ডিন অধ্যাপক সুমন চক্রবর্তী। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্সে ইনফোসিস পুরষ্কার ২০২২ পেয়েছেন এই বাঙ্গালী অধ্যাপক। ফ্লুইড মেকানিক্স, ইন্টারফেসিয়াল ফেনোমেনা এবং মাইক্রো ও ন্যানো স্কেলে ইলেক্ট্রোমেকানিক্সের ব্যাখ্যার ক্ষেত্রে তাঁর অসামান্য অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়েছে।

পর্যবেক্ষণের মাধ্যমে তিনি সেন্সিং, ডায়াগনস্টিকস এবং থেরাপিউটিকসের ক্ষেত্রে স্বল্পমূল্যের চিকিৎসা ডিভাইস তৈরি করতে বিশেষ সাহায্য করেন। তাঁর এই উদ্ভাবনী শক্তি দেশের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নতির পথে নিয়ে যাবে বলে আশাবাদী ইনফোসিস সায়েন্স ফাউন্ডেশন। এই সপ্তাহের মঙ্গলবার (১৫ নভেম্বর) ইনফোসিস পুরস্কার ২০২২-এর বিজয়ীদের নাম ঘোষণা করেছে ইনফোসিস সায়েন্স ফাউন্ডেশন। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স, হিউম্যানিটিজ, জীবনবিজ্ঞান, গণিত বিজ্ঞান, ভৌত বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান- এই ৬ টি ক্ষেত্রে অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়।

বিশ্বখ্যাত বিশেষজ্ঞদের নিয়ে গঠিত বিচারক প্যানেল এর দায়িত্বে থাকেন। এবছর মোট ২১৮টি মনোনয়নের মধ্যে থেকে ইনফোসিস পুরস্কার ২০২২-এর বিজয়ীদের তালিকা তৈরি করা হয়েছে। সংস্থা থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, তরুণদের বিজ্ঞান ও গবেষণাকে পেশা হিসেবে গ্রহণ করার জন্য উৎসাহিত করতেই এই পুরস্কার দেওয়া হয়। প্রতিটি বিভাগের বিজয়ীদের হাতে স্বর্ণপদক দেওয়া হয় সংস্থার তরফে। সেই সঙ্গে ১ লক্ষ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৮১ লক্ষ টাকা) অর্থ‌ও পুরস্কার দেওয়া হয়।

ব্যাঙ্গালুরুতে ইনফোসিস সায়েন্স ফাউন্ডেশনের অফিসে আয়োজিত হয় ১৪তম বর্ষের এই অনুষ্ঠান। মঙ্গলবার পুরস্কার ঘোষণা অনুষ্ঠানে ইনফোসিস সায়েন্স ফাউন্ডেশনের ট্রাস্টি ক্রিস গোপালকৃষ্ণন, নারায়ণ মূর্তি, শ্রীনাথ বাটনি, কে দীনেশ, মোহনদাস পাই, সলিল পারেখ এবং এস ডি শিবুলালের মতো উচ্চপদস্থ আধিকারিকরাও সেখানে উপস্থিত ছিলেন।