উত্তরাখণ্ডে উদ্ধার কার্যে গুরুদায়িত্ব নিলেন দক্ষিণ মেরু স্পর্শকারী IPS অপর্ণা কুমার

0
564

বঙ্গদেশ ডেস্ক : ২০১৯ সালে তিনি অংশ নিয়েছিলেন দক্ষিণ মেরু অভিযানে। দক্ষিণ মেরু স্পর্শ করে আসা এই অসামান্য সাহসিনী ITBP-র প্রথম মহিলা DIG অপর্ণা কুমারের হাতেই সঁপে দেওয়া হল উত্তরাখণ্ডে উদ্ধারের দায়িত্ব। অত্যন্ত দাপট ও দক্ষতার সঙ্গে পাহাড়ি এলাকায় উদ্ধারকাজে সামনের সারিতে নেতৃত্ব দিচ্ছেন ৪৫ বছর বয়সী অপর্ণা।

তিনি ITBP-তে যোগদান করেছিলেন ২০১৮ সালে। বরফের মধ্যে দিয়ে পিঠের উপর ৩০-৩৫ কেজির বোঝা নিয়ে হার না মেনে, ১১১ মাইল রাস্তা পায়ে হেঁটে দক্ষিণ মেরু পৌঁছে ছুঁয়ে এসেছিলেন তিনি। মাইনাস ৪০ ডিগ্রি ঠাণ্ডাও তাঁকে কাবু করতে পারেনি, লক্ষ্যভ্রষ্ট করতে পারেনি। একের পর এক দুঃসাহসিক ও সাঙ্ঘাতিক অপারেশনে নেতৃত্ব দিয়ে সফলতা অর্জন করেছেন তিনি।

দক্ষিণ মেরু স্পর্শ করে সেখানে দেশ ও আইটিবিপির পতাকা তুলে ধরেছিলেন প্রথম মহিলা IPS অফিসার অপর্ণা কুমার। এই অসামান্য সাহসিকতার জন্য রাষ্ট্রপতির হাত থেকে তেনজিং নোরগে পুরস্কার লাভ করেছিলেন তিনি। এই সেভেন সামিট চ্যালেঞ্জ জয়ী অপর্ণা এবং তাঁর দল এবার নেমে পড়েছেন তপোবন সুড়ঙ্গে উদ্ধারকাজে। আইটিবিপি জওয়ানরাও নিশ্চিন্ত এবং খুশি তাঁর সঙ্গে কাজ করতে পেরে।

উত্তরাখণ্ডে প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশজুড়ে হতাশার বাতাবরণ তৈরি হয়েছে। সকল দেশবাসী উত্তরাখণ্ডের মানুষজনের সুরক্ষার জন্য প্রার্থনা করছেন। উদ্ধারকার্যে এগিয়ে এসেছে এনডিআরএফ, এসডিফ সেনার জওয়ানরা। জীবনের মায়া তুচ্ছ করে তারা লাগাতার কাজ করছেন। ভয়ঙ্কর দুর্যোগের কারণে ঋষিগঙ্গা পাওয়ার গ্রিড প্রকল্প পুরোপুরি ভেঙে পড়েছে।

হিমবাহতে ফাটল ধরার জন্য বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গ্লেসিযার ফাটলের দরুন বিশাল ধসের সৃষ্টি হয়েছে এবং ধসের কারণে ধৌলিগঙ্গার বাঁধে ফাটল ধরেছে। প্রচুর মানুষের ভেসে যাওয়ার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। জোরকদমে চলছে উদ্ধারকার্য।