তৃণমূল প্রার্থী কৌশানীর সামনে হিন্দু যুবতীর “জয় শ্রী রাম” ধ্বনি, ভাইরাল ভিডিও, প্রশংসা নেটিজেনদের 

0
870

বঙ্গদেশ ডেস্ক: তৃতীয় দফার ভোটের পর থেকেই রাজ্য রাজনীতিতে ভোটের উত্তেজনা যেন আরও বৃদ্ধি পেয়েছে। আগামী দশ এপ্রিল চতুর্থ দফার নির্বাচন। এই পর্যন্ত সম্পন্ন হওয়া তিন দফার নির্বাচনে বেশ কয়েকটি স্থানে বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনার কথা বাদ দিয়ে, অনেকটা শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে, নির্বাচন কমিশনের কাছে অসংখ্য অভিযোগ জমা পড়েছে। ফলে বাকি পাঁচ দফা নির্বাচনে নির্বাচন কমিশন আরও কঠোর সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। 

নন্দীগ্রামের মতোই আরেকটি হেভিওয়েট আসন হলো কৃষ্ণনগর। কারণ বিজেপির সর্বভারতীয় সভাপতি মুকুল রায় এই আসনে স্বয়ং প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাই এই আসনটির দিকেও নন্দীগ্রামের মতো সকলের চোখ থাকবে এটাই স্বাভাবিক। মুকুল রায়ের বিপরীতে তৃণমূল থেকে প্রার্থী করা হয়েছে অভিনেত্রী কৌশানী মুখার্জিকে। আর তাই বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে প্রচারে ব্যস্ত সময় পার করছে তৃণমূল প্রার্থী এই অভিনেত্রী। এই প্রচারের মাঠে সম্প্রতি কৌশানী মুখোমুখি হলেন “জয় শ্রী রাম” ধ্বনির। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে, যাতে দেখা যায় যে কৃষ্ণনগরে প্রচারকার্যে বেরিয়ে একটি জনবহুল স্থানে প্রচার করছে কৌশানী মুখার্জি। ব্যান্ড বাজনাসহ কৌশানীর এই প্রচারের এক পর্যায়ে পাপিয়া কীর্তনীয়া নামের এক হিন্দু যুবতী কৌশানীর সামনে “জয় শ্রী রাম” ধ্বনি তোলে। https://m.facebook.com/story.php?story_fbid=1383120408705443&id=100010224911723

জবাবে কৌশানী ওই হিন্দু যুবতীকে জানায় যে, তারা জয় শ্রী রাম বলে না। এই সময়ে কৌশানী ইসলামিক বাংলাদেশের শ্লোগান “জয় বাংলা” উদ্ধৃত করে বলে, “আমরা জয় বাংলা বলি।” তবে এই হিন্দু যুবতীর “জয় শ্রী রাম” ধ্বনি তোলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল এবং একইসাথে নেটিজেনদের প্রশংসাও কুড়োচ্ছে।