কমনওয়েলথে বাঙ্গালীর কৃতিত্বে আনন্দিত সমগ্র রাজ্যবাসী

0
371

বঙ্গদেশ ডেস্ক:সম্প্রতি কমন‌ওয়েলথে বাঙ্গালীর কৃতিত্বে গর্বিত সমগ্র রাজ্য। তিনজনের কৃতিত্বে খুশি সমগ্র দেশ।
বাঙ্গালী যুবক অচিন্ত্য শিউলির (Achinta Sheuli) অভিনব জয়ে গৌরবান্বিত গোটা দেশ। কমনওয়েলথ গেমস ২০২২-এ (Commonwealth Games 2022) তিনি ভারতের ঝুলিতে জিতে দিলেন তৃতীয় স্বর্ণ পদক (Gold Medal)। ২০ বছর বয়সী অচিন্ত্য শিউলি পুরুষদের ৭৩ কিলোগ্রাম ভারোত্তলন বিভাগে সোনার পদক জয় করে নেন। অচিন্ত্য স্ন্যাচ বিভাগে ১৪৩ কেজি ওজন তুলেছেন। পাশাপাশি তিনি ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে ১৭০ কিলোগ্রাম ওজন তুলে দেশের হয়ে এক নয়া ইতিহাস গড়েছেন। সব মিলিয়ে তিনি মোট ৩১৩ কেজি ওজন তুলেছেন।

কানাডার মিশেল লি-কে হারিয়ে পিভি সিন্ধু প্রথমবার কমনওয়েলথ গেমসের সিঙ্গলসে সোনা জয়ের ঠিক পরেই ভারতকে বার্মিংহ্যামের ব্যাডমিন্টন থেকে দ্বিতীয় গোল্ড মেডেল এনে দিয়েছেন লক্ষ্য সেন। ফাইনালে তিনি হারিয়েছেন মালয়েশিয়ার নগ জে ইয়ংকে।

এছাড়াও,কমনওয়েলথ গেমসে আরও এক বাঙ্গালী পদক জয় করেছেন। স্কোয়াশে ভারতের হয়ে ব্রোঞ্জ জিতেছেন সৌরভ ঘোষাল। বছর চারেক আগে গোল্ডকোস্টে মিক্সড ডবলসে তাঁর পদক থাকলেও, তিনি এই প্রথম সিঙ্গলসে কমনওয়েলথ গেমসে পদক জিতেছেন। বুধবার তৃতীয় স্থানের লড়াইয়ে ইংল্যান্ডের জেমস উইলস্ট্রপকে কার্যত উড়িয়ে দিয়েছেন এই বঙ্গসন্তান। ম্যাচের ফল ১১-৬, ১১-১ এবং ১১-৪। ফলত বিশ্বের প্রাক্তন এক নম্বরকে কোনোভাবেই নড়তে দেননি ৩৫ বছরের ভারতীয় এই স্কোয়াশ তারকা।