বাংলাদেশে জুনে হিন্দু নারী অপহরণ, ধর্ষণ, মন্দির দখল, মুক্তিযোদ্ধার জমি দখল

0
1776
জুন,২০২০।
বৈশ্বিক করোনার প্রকোপে এমপি,মন্ত্রী,সচিব, ডাক্তার,সাহিত্যিক, সাংবাদিকসহ অসংখ্য গুণীজন এবং প্রিয়জনদের হারিয়ে শোকে জর্জরিত দেশের মানুষ।এমন শোকের মাঝেও থেমে নেই দুস্কৃতিকারীদের কর্মকাণ্ড।বিগত মাসের ন্যায় এই মাসেও ধারাবাহিক ভাবে ঘটেছে অসংখ্য ঘটনা। বিভিন্ন থানার এজাহার সুত্রে,জাতীয় প্রত্রিকা ও অনলাইন নিউজলিংক সুত্রে এই মাসে শুধুমাত্র সংখ্যালঘুদের ক্ষেত্রে ঘটে যাওয়া ঘটনাবলী বাংলাদেশ মাইনরিটি ওয়াচ BDMW কর্তৃক প্রকাশ করা হলো।
👉পয়লা জুন অপহরণের তিন দিন পর বাংলাদেশ মাইনরিটি ওয়াচ BDMW সার্বিক সহযোগিতায় ১ই মে মামলা দায়ের করেন অপহৃতের বাবা  নরেন চন্দ্র সরকার।। বগুড়া জেলার ধুনট উপজেলার বানিয়াজান গ্রামের শ্রী নরেন চন্দ্র সরকারের মেয়ে গোসাইবাড়ি কেও বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী রুপা রানী (১৩)কে গত ২৮শে মে বিকেলে বাড়ির পাশ্ববর্তী রাস্তা থেকে জোরপুর্বক সিএনজিতে তুলে নিয়ে যায় চল্লিশপাড়া গ্রামের মোঃ আল-আমিন আকন্দের ছেলে মোঃ শাকিল আকন্দ ও তার সহযোগী মোঃ সুজন।
👉১লা জুন কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজের এইচএসসি প্রথম বর্ষের হিন্দু ছাত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ফিল্মি স্টাইলে অপহরণ করেছে মোঃ আজিজুল হক সানি তার সঙ্গীরা। সন্ধ্যা ৭ টার দিকে গ্রামের বাড়ি জেলার কটিয়াদী উপজেলার আচমিতা গ্রামে এ ঘটনা ঘটে। আশপাশের লোকজন কোন মেয়ের চিৎকার চেঁচামেচি শুনে দৌড়ে এগিয়ে আসার আগেই বিদ্যুৎ গতিতে সিএনজি চালিত অটোরিকশা যোগে পালিয়ে যায়।
👉 ১লা জুন সিলেট নগরীর যতরপুরের অবস্থিত শ্রী শ্রী বিশ্বেশ্বর জিউর আখড়ার প্রায় ৩০ কোটি টাকার দেবোত্তর সম্পত্তি দখল করে বাসা নির্মানের কাজ করছেন আলহাজ্ব আবদুল মুকিত চৌধুরীর ছেলে মোঃ আজহারুল কবির চৌধুরী সাজু বলে অভিযোগ মন্দির কমিটির।  এ ব্যাপারে ২৯ এপ্রিল ২০২০ তারিখে মন্দির কমিটির পক্ষ থেকে সিলেট কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করেন এবং পরবর্তীতে জেলা প্রশাসক নির্মাণের কাজ বন্ধের নির্দেশ প্রদান করেন কিন্তুু মোঃ আজহারুল কবির চৌধুরী সাজু প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে আবারও নির্মান কাজ অব্যাহত রাখেন।
👉 ২রা  জুন গোপালগঞ্জ কোটালিপাড়ার থানার এএসআই (সহকারী উপপরিদর্শক) শামীম ও পুলিশের সোর্স মো. রেজাউল দুপুরে রামশীল গ্রামে উপস্থিত হয় এবং তাস খেলাকে ইস‍্যু করে নিখিল তালুকদারের  বুকের পাজরের হাড় ও মেরুদন্ডের হাড় ভেঙ্গে ফেলে,আহত অবস্থা নিখিলের পরিবার বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এবং কর্তব্যরত চিকিৎসক অবস্থা খারাপ হওয়ায় পরদিন উন্নত চিকিৎসার জন‍্য ঢাকার উদ্দেশ্য রেফার করে এবং ঢাকা নেওয়ার সময় মাঝ পথে ৩/৬/২০২০ ইং তারিখ বুধবার তার মৃত‍্যু হয়।
পরিশেষে বাংলাদেশ মাইনরিটি ওয়াচ BDMW কেন্দ্রীয় কমিটির সার্বিক সহযোগিতা নিহতের ছোট ভাই মন্টু তালুকদার বাদী হয়ে এএসআই (সহকারী উপপরিদর্শক) শামীম হাসান ও পুলিশের সোর্স মো. রেজাউলকে আসামি করে কোটালীপাড়া থানায় একটি হত্যা মামলা করেন, যার মামলা নং-০১, ০৭-০৬-২০। মামলার আসামি এএসআই শামীম হাসান ও পুলিশের সোর্স মো. রেজাউলকে দুইজনকেই গ্রেফতার করেছে স্থানীয় প্রশাসন।।
👉 ২রা  জুন গাইবান্ধা। গত ৩১ মে জেলখানায় সারাদিন পরিচ্ছন্নতার কাজ শেষে বিকাল ৩:৩০ মিনিটে দুপুরের খাবারের জন্য বাইরে যায় ভুট্টু বাসফোড়, ফিরতে কয়েক মিনিট বিলম্ব হইলে মোঃ মমিন নামের এক পুলিশ অমানবিক ভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করে শারীরিক নির্যাতন করে। জেল সুপার মাহাবুবুল আলমের কাছে বিচার চাইতে গেলে তিনিও সুইপার মেথরের আবার কিসের বিচার এই বলে ভুট্টুকে রড ও জুতা দিয়ে পিটিয়ে আহত করেন। এই বিষয়ে ২ জুন পরিচ্ছন্নকর্মী ভুট্টু বাসফোড়কে  নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির অবহিত করার মাধ্যমে গাইবান্ধা জেলা প্রসাশক কার্যালয়ের সামনে মানববন্ধন ও লিখিত অভিযোগ সহ স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ ও বাংলাদেশ বাঁশফোড়(হরিজন) কল্যাণ পরিষদ গাইবান্ধা শাখা।
👉২রা জুন সিলেটের কানাইঘাট উপজেলার ঠাকুরের মাটি গ্রামের বাসিন্দা প্রজ লাল রায়ের বসতভিটা ও জমিটি হাতিয়ে নেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে  লন্ডন প্রবাসী বশীর উদদীন এর ছেলে চিহ্নিত সন্ত্রাসী জুনাইদ আহমদ জাহাঙ্গীর সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটের প্রজ লাল বাজার থেকে ফেরার পথে চাপাতি দিয়ে অতর্কিত হামলা চালায় জাহাঙ্গীর,স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় প্রজ লাল রায়কে উদ্ধার করে কানাইঘাট সদর হাসপাতালে ভর্তি করেন।
👉৪ঠা জুন মঙ্গলবার বাগেরহাটের চিতলমারীতে পঙ্গু মুক্তিযোদ্ধা হরবিলাস পোদ্দারের জায়গা দখলে উদ্দেশ্যে মৃত নোয়াবালী শেখের ছেলে ইলিয়াস শেখ বহিরাগত লোক নিয়ে জমির উপর টয়লেট স্থাপন করতে গেলে মুক্তিযোদ্ধা হরবিলাস পোদ্দারের ছেলে উজ্জ্বল পোদ্দার(২৮),স্ত্রী সবিতা পোদ্দার(৫৫), মেয়ে আখি স্বর্নকার (২৮) নাতী ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী রাহুল স্বর্নকার স্বপরিবারে বাধা প্রদান করায়  ইলিয়াস ও ভাড়াটিয়া মাস্তানরা দা’ লাঠিসোটা, লোহার রড সহ বিভিন্ন অস্ত্রনিয়ে তাদের হামলা করে এবং বেধড়ক মারপিট করে। এসময় তারা আহত হলে ওই হামলা কারিরা নগদ টাকা স্বর্নালংকারও মালামাল নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। বিষয়টি দ্রুত উপজেলা নির্বাহী অফিসার মো:মারুফুল আলমকে জানানো হলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
👉৪ঠা জুন গাজীপুর কালিয়াকৈর, পৌরসভা ৬ নং ওয়ার্ডের কালামপুরে সনাতন ধর্মের আদিবাসী সম্প্রদায়ের কামাখ্য মন্দিরটির কতিপয় ভূমি দস্যুরা মন্দিরটি ভেঙ্গে দিয়েছে!
👉 ৪ঠা জুন কক্সবাজার রামুতে ডাঃ উল্লাস ধরের বাসায় ঢুকে বিকেল তিনটার দিকে অযৌক্তিক কারণে চম্পা ধরকে শ্লীলতাহানি করে অতর্কিত হামলা চালায় এলাকার চিহৃিত মাদক কারবারি ও ভূমিদস্যু আব্দুর শুক্কুর ও তার দলবল। এতে গুরুতর জখম হয় ডাঃ উল্লাস ধরের ছোট ভাইয়ের স্ত্রী চম্পা ধর, রবিন ধর, সুভাষ ধর, বিলাস ধর।স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নেওয়া হয়। এ ঘটনায় বাদী হয়ে চম্পা ধর রামু থানায় হামলাকারীদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।
👉৪ জুন ২০২০ দিবাগত রাতে লংগদু উপজেলার বগাচতর মৌজার মৃত ভুলসিং চাকমার ছেলে নবীনচান চাকমার বন্দোবস্তকৃত ৩.০ একর ভূমি জবরদখল করে ঘর নির্মাণ করে বগাচতর ইউনিয়নের রাঙ্গীপাড়ার মৃত নজুমিয়া চৌধুরীর ছেলে মো: আলী আহম্মদ চৌধুরী ও মজনু সরকারের ছেলে মো: আব্দুল আলীম সরকার।
👉 ৫ই জুন কক্সবাজার জেলার উখিয়া উপজেলার মোচাখোলা গ্রামের অধিবাসী মংপু চাকমা তার ১৬ বছরের মেয়েকে নিয়ে চট্টগ্রাম থেকে বাস যোগে কক্সবাজারে ফিরছিলেন। বাসটি কক্সবাজারের সন্নিকটস্থ লিং রোডে পৌঁছলে উখিয়ার গাড়ি ধরার জন্য সেখানে তারা বাবা-মেয়ে নেমে গিয়ে তারা একটি অটোরিক্সায় উঠেন। এ সময় এক অপরিচিত লোক অটোরিক্সায় উঠে। অটোরিক্সাটি কক্সবাজারের মেইন টাউনের কস্তুরিঘাট এলাকায় পৌঁছলে কাজের কথা বলে মংপু চাকমাকে নামিয়ে দিয়ে তার মেয়েকে নিয়ে চলে যায়। মংপু চাকমা বাংলাদেশ আদিবাসী ফোরামের কক্সবাজার শাখার সাধারণ সম্পাদক মংথেলার সহযোগিতায় স্থানীয় থানায় এই বিষয়ে সাধারণ ডায়রি করেন।
👉 ৬ই জুন নওগাঁর মান্দায় চৌবাড়িয়া বাজারে অবস্থিত বউ বাজার ফার্নিচার ব্যবসায়ী অমল চন্দ্র প্রামাণিকের স্ত্রী দুলি রানীকে পার্শ্ববর্তী তানোর উপজেলার কামারগাঁ ইউপির সদস্য ও মালশিরা উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি আলাউদ্দীন প্রামাণিক দীর্ঘ দিন ধরে কু-প্রস্তাব এবং ধর্মান্তরিত হওয়ার কথা বলে আসছিল,শ্রীমতি দুলি রানী তার প্রস্তাব প্রত্যাখ্যান করায়। তার জের ধরে শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে তার স্বামীর দোকানের সামনে চৌবাড়িয়া মালশিরা উচ্চ বিদ্যালয়ের একটি সাইনবোর্ড লাগাতে আসে। এসময় বাধা দিতে গেলে জোরপূর্বক দোকানের ভিতর প্রবেশ করে শ্লীলতাহানির চেষ্টা করে।শারীরিকভাবে লাঞ্চিত করা শর্তেও তার মনের খায়েশ না মিটায় রাগের বশবর্তী হয়ে সংঘবদ্ধভাবে দোকানের সামনে থেকে দোকানের সার্টারিং নামিয়ে দোকানঘরে তালা লাগিয়ে দেয়। এরপর বিষয়টি মান্দা থানা পুলিশকে অবহিত করা হলে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
👉 ৬ই জুন সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামের মোঃ আব্দুল জলিল (৪৫)আব্দুর রহিম (৩০) শফিকুল ইসলাম (৪৮) মোঃ মামুন (১৮) এবং মোসাম্মত  নকি খাতুন (৩২)সহ তারদের সাঙ্গপাঙ্গ মিলে বিগত দুই বছর ধরে একের পর এক অসহায় নিরীহ হিন্দুদের পৈতৃক বিষয়সম্প্রর্ত্তি জবরদখল করছেন। কেউ প্রতিবাদ করলে তাকে  হয়রানি মুলক মির্থ্যে মামলায় ফাঁসিয়ে দিয়ে দেশত্যাগী হতে বাধ্য করছেন।।ভুক্তভোগী পরিবারগুলো ওদের নামে কালিগঞ্জ থানায় অতন্ত্য ১০টি অভিযোগ দিলেও বিন্দুমাত্র সহযোগিতা পায়নি বলে বাংলাদেশ মাইনরিটি ওয়াচ BDMW কাছে অভিযোগ করে এই বিষয়ে সুবিচারের চেয়ে হস্তক্ষেপ কামনা করেন।
👉৭ জুন বগুড়া শেরপুর পৌরসভায় গত মাসের ২৮ তারিখে বিকালে বিপুল মহন্তের ছোট ছেলে পাশের বাড়ীর মোঃ গফুর শেখের ছেলের সাথে কথা কাটাকাটির রেশ ধরে ওই দিন সন্ধায়  মোঃ সোহেল শেখ (৩০) মোঃ গফুর শেখ (৫০) মোছাঃ পলি আকতার(২৪) মোঃ সেলিম শেখ (২৫) মোঃ সাহেব আলী (৫৫)সহ তাদের বন্ধুবান্ধব দেশীয় অস্ত্র লাঠি,সোঠা,ধাঁরালো অস্ত্র নিয়ে বিপুল মহন্তের মিষ্টান্ন কারখানায় অতর্কিত ভাবে হামলা করে।এতে বিপুল মহন্ত, তার স্ত্রী রমা রানী,মেয়ে বর্ষা রানী, ছেলে জয় মহন্ত গুরুতর জখম হয়।এবং হামলা চলাকালীন ড্রয়ার ভেঙে ২,৪৫,০০০(দু লক্ষ পয়তাল্লিশ ) হাজার টাকা লুট করে নিয়ে যায় হামলাকারীরা।
এই ঘটনায় ৭ জুন বিপুল মহন্ত বাদী হয়ে মামলা দায়ের করেন।
👉 ৭ই জুন খুলনা দাকোপ উপজেলায় ৮ নংবাজুয়া ইউনিয়নের বাজুয়া কলেজের গ্রহন্তগারীক শিক্ষক সুকুমার রপ্তান এর এক মাত্র ছেলে নীলোৎপল  রপ্তান (২৭)কে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে  সকাল ৭-৩০ সময় মোঃ বাদল শেখের ছেলে ইমন শেখ (২৫)  বাড়ীতে এসে নীলোৎপলকে ঘুম থেকে ডেকে নিয়ে বাড়ির পাশেই ছুরিকাঘাত করে। নীলোৎপলের আপ্ত চিৎকারে স্থানীয়রা এসে খুনি ইমন শেখকে ধরে বেঁধে ফেলে এবং নীলোৎপলকে দ্রুত ডাক্তার খানায় নিয়ে যাওয়ার পথে মধ্যে মারা যায়।মৃত্যুর খবর পেয়ে খুনি ইমন শেখকে স্থানীয়দের গনপিটুনিতে সেও মারা যায়।। নীলোৎপল খুলনা বিএল কলেজ থেকে এম এস সি পাশ করেছে।
👉 ৭ই জুন মঙ্গলবার সাতক্ষীরা জেলার তালা উপজেলার মাদরা গ্রামের বিকেল সাড়ে ৫টার দিকে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চরমপন্থি বিদ্যুৎ বাহিনী সদস্য মোঃ আলমগীরের নেতৃত্বে ২০/২৫ জনের একটি দল হাতে লোহার রড, চাইনিজ কুড়াল, দা ও লাঠি নিয়ে ১৪টি মোটর সাইকেলে তাদের পাড়ায় ঢোকার সময় মাদরা শ্মশানের পাশে ফাঁকা জায়গায় বসে থাকা শান্ত, কুমারেশ ও সুমনকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। ইতিপূর্বে অনেকবার এই ভাবেই হামল চালিয়েছে মোঃ আলমগীরের দলবল ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায়নি সেই ধারাবাহিকতায় এবারও ভয়ে এলাকার বাইরে যেতে পারছে না সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যবসায়ি, চাকুরিজীবী ও শিক্ষার্থীরা। চরমপন্থী বিদ্যুৎ বাহিনী প্রধানের সঙ্গে সখ্যতা ছিল আলমগীরের। তার বিরুদ্ধে অগনিত অভিযোগ রয়েছে, খোবরাখালি গ্রামের কল্যাণ মণ্ডলের স্ত্রীকে নির্যাতন করে তার গর্ভস্থ সন্তানকে মেরে ফেলে এবং গত মার্চের শেষের দিকে খেতে ছাগল যাওয়া কেন্দ্র করে নিমাই মন্ডলের  বাম হাত দা দিয়ে কোপ মারেন আলমগীর।
👉৮ জুন সোমবার খুলনার দাকোপ উপজেলা চেয়ারম্যান মুনছুর আলী খান এর নির্দেশে একদল সন্ত্রাসী বাহিনী চালনা পৌরসভা এলাকায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা দুলাল কৃষ্ণ বিশ্বাস এর পুত্র পল্লব বিশ্বাস এর বসত বাড়ি হামলা ও ভাংচুর করে। এসময় প্রয়াত মুক্তিযোদ্ধার স্ত্রী মীনা রানী বিশ্বাস বাধা দিতে গেলে তাকে হামলাকারীরা তাকে শারীরিক লাঞ্ছিত করে ধাক্কামেরে ফেলে দিয়েছে বলে অভিযোগ করেছেন পরিবারের পক্ষ থেকে।ইতিপূর্বে চার দলীয় ঐক্যজোট সরকারের সময় খুলনা আওয়ামীলীগ অফিস চত্ত্বরে বোমা হামলায় আহত হয়েছিলেন পল্লব বিশ্বাস।।
👉 ৮ জুন, সোমবার কিশোরগঞ্জের কটিয়াদীতে পশ্চিম পাড়া নিবাসী অরুন বর্মনের ছেলে বিজয় বর্মন (৩০) কটিয়াদী বাজার থেকে বাড়ি যাওয়ার পথে রাত ১০টার দিকে কতিপয় সন্ত্রাসী তাকে দা দিয়ে কুপিয়ে আহত করে । তার চিৎকারে শুনে পথচারীগন ছুটে এসে তাকে কটিয়াদী উপজেলা হাসপাতালে নিয়ে যায়।  অবস্থার অবনতি দেখে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে তাৎক্ষণিকভাবে ভাগলপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কর্তব্যরত ডাক্তার – বিজয় বর্মনের অবস্থা খুব খারাপ বলে জানায়।
👉 ৮ই জুন চট্টগ্রাম বাঁশখালীর চাম্বল ইউনিয়নের পুর্ব চাম্বল নাথ পাডায় জায়গা জমির বিরোধ কেন্দ্র করে ধর্মীয় ভাবগাম্ভীর্য হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে বিমল কান্তি নাথের মন্দিরে  মানুষের পায়খানা ছিটিয়ে দেয় শত্রু পক্ষ বলে জানান ভুক্তভোগী খুকি বালা দেবী।  এই বিষয়ে বাঁশখালী থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে বলে জানান এ এস আই আক্তার।
👉 ৮ই জুন খাগড়াছড়ি পার্বত্য জেলা গুইমারা উপজেলার তৈকর্মা মৌজার হাফছড়ি ৭নং ওয়ার্ড ফের কুমার কার্বারী পাড়া এলাকায় পিলো কুমার ত্রিপুরা (৩০) নামের এক যুবককে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
👉১০ই জুন ঢাকার কেরানীগঞ্জে শুভাঢ্যা ইউনিয়নের আমিনপাড়ায় বুধবার রাত ১১ টায় স্থানীয় মৃত বুলু ডাক্তারের ছেলে পূর্বের বিএনপি ও বর্তমান যুবলীগ নেতা,মাদকসেবী ও ব্যবসায়ী মোঃ শ্যামল কার্তিক সরকার(৬০) কে শহিদুল ইসলাম মোগলের কথা বলে বাড়ী থেকে ডেকে নিয়ে রাস্তার ফেলে বেধর মরাধর ও গালিগালাজ করে বাড়ী জমির দলিল ছিনিয়ে নেয়ার জন্য চেষ্টা করে ব্যর্থ হয়ে ৪০ থেকে ৫০ জন সন্ত্রাসী বাহিনী নিয়ে  বাড়ীতে হামলা চালায় বলে অভিযোগ করেছেন কার্তিক সরকার। অভিযোগে ভিত্তিতে এ ঘটনার তদন্তকারী অফিসার দক্ষিণ কেরানীগঞ্জ থানার এস. আই. মিজানুর রহমান সাংবাদিককে বলেন  আপনার যা ইচ্ছে লিখে দেন, আমি কিছু বলতে পারবো না। এমন অবস্থায় কার্তিক চন্দ্র সরকারে স্ত্রী শেফালী রানী সরকার বলেন চরম ভয় ও নিরাপত্তাহীন অবস্থায় আছি আমরা।
👉 ১০ই জুন নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের মুরাদপুরে অজ্ঞাত নাম্বারে দিয়ে চাঁদা দাবি করে,চাঁদা দিতে অস্বীকার করায় মুখোশপরা সন্ত্রাসীরা সুবাস বণিক ও নান্টু বণিকের উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।।
👉১০ই জুন ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের ৪-নম্বর ওয়ার্ডের আমিরপাড়া গ্রামের বিমল চন্দ্র দাসের স্ত্রী কল্পনা দাশের মোবাইলে প্রধানমন্ত্রী প্রদত্ত ২৫শত টাকা যাওয়ার কথা থাকলেও তা পায়নি কল্পনা দাশ, তবুও স্থানীয় মেম্বার মোরশেদ আলম কল্পনা দাশকে ৫০০শত টাকা দেওয়ার চাপ করে,টাকা না দেওয়ায় একপর্যায়ে কল্পনার পিটিয়ে হাত ভেঙে দেয় মেম্বার মোঃ খোরশেদ আলম।
👉 ১০ই জুন দিনাজপুর বিরল উপজেলাধীন ভগবানপুর গ্রামের নৃপেন রায়ের নাবালিকা কন্যা মাধবী রানীকে ধর্মান্তরিত করার উদ্দেশ্যে দ্বিতীয় বারের মতো অপহরণ করে একই উপজেলার বড় হরিপুর গ্রামের  মোঃ আমিনুল ইসলামের পুত্র মোঃ আলম বাদশা। ইতিপূর্বে গত ১১.৭.১৯ইং মাধবী রানীকে অপহরণ করে নিয়ে গেলে বিরল থানায় নৃপেন রায় বাদী হয়ে অপহরণ মামলা দায়ের করেন এবং গত ১৫.৭.১৯ইং তারিখে পুলিশ উদ্ধার করে আদালতের মাধ্যমে মাধবী রানীকে ফেরৎ দেয়। আসামিরা জামিনে মুক্ত হয়ে মাধবী রানীকে আবারও অপহরণের চেষ্টা ও নৃপেন রায়কে হত্যার হুমকি দিলে তিনি বিরল থানায় উপস্থিত হয়ে গত ৮.১২.১৯ইং তারিখে একটি সাধারণ ডায়রি করেন। অতঃপর ১০ই জুন মাধবী রানীকে আবও নিয়ে যায় এবং  বাদশার বাবা মোঃ আমিনুল ইসলাম নৃপেন রায়কে বলেন তোমার মেয়েকে ধর্মান্তরিত করে বিয়ের সব ব্যবস্থা করেছি তুমি কিছুই করতে পারবে না।। উক্ত বিষয়ে নৃপেন রায় আবারও থানায় এজাহার দায়ের করেন।
👉 ১১ জুন ২০২০,সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ, হিন্দু ও খ্রীস্টান ধর্মাবলম্বী আদিবাসী জুম্মদের ও সিলেট  হবিগঞ্জ মৌলভীবাজার চা শ্রমিকদের বিভিন্ন প্রকার প্রলোভন দেখিয়ে এবং নিজ ধর্মের অপব্যাখ্যা দিয়ে কিছু আর্থিক সুযোগ–সুবিধা, গরু–ছাগল, বিনা সুদে কিছু ঋণ ইত্যাদি প্রলোভন দেখিয়ে উক্ত অঞ্চলে ‘উপজাতীয় মুসলিম আর্দশ সংঘ’, ‘উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা’ ও ‘উপজাতীয় আর্দশ সংঘ,নও মুসলিম বাংলাদেশ’ ইত্যাদি সংগঠনের নাম দিয়ে হতদরিদ্রদের মুসলিম ধর্মে ধর্মান্তরিত করা হচ্ছে।  উচ্চ শিক্ষার সুযোগ দেওয়ার  লোভ দেখিয়ে ছোট ছোট ছেলেমেয়েদেরকে তাদের মাতা–পিতা থেকে নিয়ে তাদের অজান্তে ঢাকা, গাজীপুরসহ দেশের বিভিন্ন কওমি মাদ্রাসায় ধর্মান্তরিত করে ভর্তি করানো হচ্ছে।
👉 ১২ জুন (শুক্রবার) রাত ৮ টায় নারায়নগঞ্জের বন্দরে আমিন আবাসিক এলাকায় পূর্ব শত্রুতার জেরে শেফা ডকইয়ার্ডের সামনে আড্ডা দেওয়ার সময় বাবুপাড়া এলাকার মজিবুর মিয়ার ছেলে কিশোর গ্যাং এর সদস্য শাহপরান,বিল্লাল হোসেনের ছেলে শাকিল, সঞ্জয়, সোহেল, ফয়সাল, শুভ, সানী, সোহাগসহ অজ্ঞাত নামা ১৪/১৫ জনের একটি সন্ত্রাসী গ্রুপ ধারালো অস্ত্র সস্ত্রে ও লাঠি সোটা নিয়ে অমিত দাস ও তার দুই বন্ধুর উপর অর্তকিত ভাবে হামলা চালায়। ওই সময় হামলাকারিরা অমিত দাসসহ তার দুই বন্ধুকে বেদম ভাবে পিটিয়ে আহত করে হত্যার উদ্দেশ্যে অমিত দাস ও তার দুই বন্ধুকে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়।  অমিত দাসের দুই বন্ধু সাঁতার কেটে তীড়ে উঠতে সক্ষম হলেও অমিত দাস গভীর পানিতে তলিয়ে যায়।ঘটনার ১ দিন পর ১৪ জুন রোববার সকাল ৮ টায় শীতলক্ষ্যা নদীতে অমিতের লাশ ভেসে উঠে।এ ব্যপারে অমিত দাসের পিতা শ্যামল দাস বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং- ৯(৬)২০।
👉 ১৩ই জুন নড়াইল সদরের বাঁশগ্রাম ইউনিয়নে অসহায় নিরীহ হিন্দু কৃষকদের মামলার কারণে অনুপস্থিত থাকার সুযোগ নিয়ে প্রায় শতাধিক একর জমির উপ মাছের ঘের তৈরি করেছেন কামাল প্রতাপ গ্রামের এনায়েত কাজী প্রায়,পার্শ্ববর্তী লোহাগড়া উপজেলার আমাদা গ্রামের কামরুল খান,কামঠানা গ্রামের মিন্টু মিয়া।
কামাল প্রতাপ গ্রামের সত্যরঞ্জন মালাকার বলেন,আমার ১ একর ১৪ শতক,ভক্তদাস বিশ্বাসের ৭৮শতক,দুলাল বিশ্বাসের ৯০ শতক, শক্তিপদ বিশ্বসের ৭৮শতক, শান্তিরাম বিশ্বাসের ১একর ২৬শতক, প্রশান্ত বিশ্বাসের ৬০ শতক, সুশীল মন্ডলের ১২ শতক,জয় বিশ্বাস ৩৫ শতক জমি সহ অনেকের জমি মাছের ঘের তৈরি করে একদিকে কৃষকদের ফসলি জমি নষ্ট হয়েছে অন্যদিকে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা অসংখ্য মাছের ঘেরের কারণে বিলের পানি ঠিক মতো বের হতে পারে না এবং বিলুপ্তির পথে দেশীয় মাছ বলে জানান
লক্ষ্মীপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট আররাফ হোসেন। এই বিষয়ে ভুক্তভোগীরা জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের কাছে কাছে লিখিত আবেদন করেছেন।
👉 ১৩ই জুন নিলফামারী জলঢাকা উপজেলার, শিমুলবাড়ী ইউনিয়নে অতিরিক্ত সুদের টাকা না দিতে পারায় শ্রী ভোলানাথকে রাস্তা থেকে জোরপুর্বক তুলে নিয়ে গিয়ে সারারাত ধরে শারীরিক নির্যাতন করে মোঃ সেলিম হোসেন মোঃ সুমন হোসেন ও মোঃ বকুল হোসেন। আসামিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দাবিতে ২১শে জুন মানববন্ধন করে স্থানীয়রা।।
👉 ১৫ জুন ২০২০ সোমবার নওগাঁ জেলার পোরশা উপজেলায় সারাইগাছি গ্রামের আদিবাসী বিধবা সেনচেরি পাহানের (৫৫) ভোগদখলকৃত ০.৩৩ শতক জমি একই গ্রামের খাদিমুল শেখ, আল মামুন শেখ, রফিক শেখ, মাসুদ, মেরাজ, রিফাত গংরা  অস্ত্রসহ গিয়ে উচ্ছেদ ও জোরপূর্বক দখলের চেষ্টা করে। দখলে বাধা দিলে বিধবাকে প্রাণনাশের হুমকি এবং বাড়ির আশেপাশের বিভিন্ন গাছপালা কেটে ফেলে ও বেড়া ভেঙ্গে পুকুরে ফেলে দেয়। এ ঘটনায় গত ১৬ জুন পোরশা থানায় একটি অভিযোগ দায়ের করেন সেনচেরি পাহান।।
👉১৬ই জুন বরিশাল উজিরপুর উপজেলা ও পৌর সদরের কাঠ মিস্ত্রী সুশান্ত হালদারের কন্যা উজিরপুর সরকারী WB ইউনিয়ন ইনিষ্টিটিউশনের ৯ম শ্রেনীর ছাত্রী স্বর্ণা হালদার (১৬) সকাল ৯টার দিকে প্রাইভেটে যাওয়ার পথে জোরপূর্বক সিএনজিতে তুলে অপহরণ করে মোঃ জাকির শেখ (৪৫) ছেলে রাকিব শেখ ও তার বন্ধুরা মিলে।
পথচারী ও সাক্ষীরা এগিয়ে যাওয়ার পূর্বেই দ্রুত গতিতে পালিয়ে যায় তারা।।
👉১৬ই জুন নওগাঁর মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের বর্দপুর আদর্শ গ্রামের পূজা নামে ৫ম শ্রেণী পড়ুয়া এক  ১২ বছরের কন্যা শিশু ধর্ষন চেষ্টার অভিযোগে মান্দা থানায় মামলা দায়ের করা হয়েছে। মেয়েটির বাবা শ্রী মুকুল চন্দ্র রিকশা চালিয়ে সন্তানের লেখাপড়া আর সংসারের যাবতীয় খরচ চালায়। আসামীর নাম মো: লতিফ উদ্দিন সেতু, এলাকায় প্রভাবশালী হিসেবে পরিচিত। উল্লেখ্য, শিশু কন্যাটির বুকে ও গালে একাধিক কামড়ের  দাগ রয়েছে। স্থানীয় প্রসাদপুর হসপিটাল থেকে ফিরে এসে বর্তমানে বাড়িতে চিকিৎসা নিচ্ছে।
👉 গত ১৬ জুন ২০২০ মঙ্গলবার দুপুরে দারাগাঁও চা বাগানের তিন যুবক কর্তৃক আদিবাসী সাঁওতাল কিশোরীকে মুখে রুমাল গুজে দিয়ে দল বেঁধে ধর্ষণের ঘটনাটি সংঘটিত হয়েছে। তাদের পাষবিক নির্যাতনে অসুস্থ হয়ে হবিগঞ্জ আধুনিক জেলাসদর হাসপাতালে ভর্তি আছে ওই সাঁওতাল কিশোরী।
👉 ১৭ই জুন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় শতবর্ষী শ্মশানের জমি দখলের উদ্দেশ্যে লাশের সৎকারে বাধা।
উত্তরপাড়া গ্রামের মাহাতাব আলীর ছেলে আজাহার আলী, মোহম্মদ আলীর ছেলে জাহাঙ্গীরসহ তাদের পরিবারের লোকজন রণচণ্ডী ইউনিয়নের মধুপাড়া গ্রামের সুরেশ বর্মন (৯৫) বার্ধক্যজনিত রোগে বুধবার রাত ১১টায় নিজ বাড়িতে মারা গেলে শ্মশানে তার লাশ দাহ করতে চাইলে তারা বাঁধা দিয়ে দাহের জন্য কাঠ বাশ গুলো ছড়িয়ে ছিটিয়ে দেয়।
👉১৭ই জুন রাতের আঁধারে দিনাজপুর চিনিরবন্দরের ০৭ নং আউলিয়াপুকুর ইউ পির গলাহার শ্রী শ্রী কালী মাতা ঠাকুরানী মন্দিরের কালীর প্রতিমা ভাংচুর ও অগ্নিসংযোগের চেষ্টা। এই বিষয়ে চিনিরবন্দর থানার মামলা দায়ের করেন মন্দির কমিটি।।
👉১৭ জুন কুড়িগ্রাম জেলার সদর উপজেলার মধ্যকুমরপুর মোল্লাপাড়া গ্রামে দুই পক্ষের উকিলের উপস্থিতিতে সালিশ চলাকালীন অবস্থায় মোঃ গাজী গংয়ের নেতৃত্বে একদল ভূমিদস্যু বিচার সালিশের কথা না মেনে অতর্কিত ভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরীহ সুকান্ত বর্মণের ক্রয়কৃত জমি টিনের বেড়া দিয়ে ঘেরাও করে নিয়েছে। বিচার সালিশের তোয়াক্কা না করে সন্ত্রাসী কায়দায় অকথ্য ভাষায় গালাগালি করে হত্যার হুমকি দিয়ে ৩২ শতাংশ জমি তার প্রায় অধিকাংশ টিনের বেড়া দিয়ে দখল করে নিয়েছে। এ ব্যাপারে পরদিন কুড়িগ্রাম সদর থানায় সুকান্ত বর্মন বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে। কুড়িগ্রাম সদর থানা বিষয়টি আমলে নিয়ে পরের দিন এস. আই. রুহুল আমিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তদন্ত করেন।
👉 ১৯শে জুন পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা  নলী ভীম এলাকায় পূর্ব শত্রুতার জেরে শ্যামল মিত্রের পৈত্রিক সম্প্রর্ত্তি জবরদখল করার চেষ্টা করে একই এলাকার মোঃ শামসের আলী গাজীর ছেলে মোঃ আলম গাজী গং। জবরদখলের বাঁধা দেওয়ায় শ্যামল মিত্রের উপর হামলা করেন এতে তার ডান হাত ভেঙে যায়।
এই বিষয়ে তিনজনের নামে মটবাড়িয়া থানায় ২১শে জুন অভিযোগ করেন শ্যামল মিত্র।।
👉 ২০ জুন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার পৌরশহরে কালিবাড়ি মন্দিরের রাতের আঁধারে  সিসি ক্যামেরার সংযোগ কেটে দিয়ে তিনটি বাক্স ভেঙে নগদ অর্থ স্বর্ণালঙ্কারসহ মোট দেড় লক্ষাধিক টাকার সমপরিমাণ জিনিসপত্র চুরি করে নিয়ে যায় কথিত দুর্বৃত্তরা। এ ব্যাপারে দুর্গাপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) শারমিন নেলী  ঘটনাস্থল পরিদর্শন করেন।।
👉 ২০ শে জুন ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নে দিবাগত রাত সারে ১২টার দিকে ব্যবসা-প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে  প্রবীর মাঝি (৩৭) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে ৪ লাখ টাকা ছিনিয়ে নেয় এবং সঙ্গে থাকা ছোট ভাই সজীব মাঝিকেও কুপিয়ে হত্যা চেষ্টা করেছে আব্বাস উদ্দিন গংরা।
👉২০শে জুন শনিবার ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা নামাপাড়া গ্রামে বিকাল ৩টার দিকে শ্রী শ্রী হরি মন্দিরের প্রতিমা ভাঙচুর করে কেশরগঞ্জ ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র মোঃ রানা মিয়া। ভাংচুরকালে পূজারী রেনু বালা দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে রানাকে আটক করে পুলিশে খবর দেয়।
👉 ২১ জুন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের সোনাপুর গ্রামের হিন্দুদের সম্প্রদায়ের ব্যবহৃত প্রাচীন শ্মশানঘাট ও সৎকারে ব্যবহৃত পুকুরটি অবৈধভাবে জবর দখল করে শ্মশানের বাঁশ গাছ ও পুকুরের মাছ বীরদর্পে লুট করে নিয়ে যায় স্থানীয় প্রভাবশালী মোঃ বিল্লাল মিয়া ও মোঃ রায়হান মিয়া।।
এই বিষয়ে এলাকার হিন্দু জনগোষ্ঠী শ্মশানঘাট দখল মুক্ত করতে আইনি সহায়তা চেয়ে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
👉২১শে জুন কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারইকান্দি গ্রামের বাসীন্দা মুক্তিযোদ্ধা রনজিৎ রায় এবং উনার কাকাতো ভাই নিত্যানন্দ রায়ের জমি পৈতৃক সম্প্রর্ত্তি হাতিয়ে নিয়ে বাধ্যতামূলক দেশত্যাগ করাতে ইতিমধ্যেই অনেক ক্ষতিসাধন করে বিএনপি নেতা মজিবুর রহমান ভূঁইয়া। তার ধারাবাহিকতা আক্রমণে এবার মুক্তিযোদ্ধার পরিবারের বাড়ি থেকে বের হওয়ার রাস্তা টিনের বেঁড়া বন্ধ করে।
👉 ২২শে জুন দিনাজপুর নবাবগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধে চক নওদা আদিবাসী পাড়ায় সুনিল মুর্মু পর উপর হামলা তার স্ত্রী অনজুলী কিস্কুকে শ্লীলতাহানি করে একই এলাকার মোঃ নজমালের ছেলে তাহেরুল ইসলাম,সাজু মিয়া,শরিফুল ইসলাম ও মনারুল ইসলাম। এই বিষয়ে ২৪শে জুন সুনিল মুর্মু বাদী হয়ে নবাবগঞ্জ থানায় ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের।।
👉২৩শে জুন পঞ্চগড় দেবীগঞ্জ উপজেলাধীন সোনাহার বাজারের মুদি ব্যবসায়ী দিপেন দাশের স্ত্রী শ্রীমতি বুলবুলি রানী দাশকে বাড়ি থেকে জোরপুর্বক তুলে নিয়ে যায় একই উপজেলার মাটিয়াপাড়া গ্রামের মোঃ বেলাল ইসলাম(৩৫) জিকিরুল ইসলাম(৩৮) ও মোঃ আলী (৪৫)।  শ্রীমতি বুলবুলি রানী দাশ মোঃ বেলাল ইসলামকে বিয়ে ও  ধর্মান্তরিত হওয়ার অস্বীকার করায় তার মুখে কাপড় গুজে হত্যার উদ্দেশ্যে নীলফামারী জেলার নীলসাগরে নিয়ে যায় এবং হত্যার পূর্বমুহূর্তে শেষবারের মতো তাকে ধর্মান্তরিত হওয়ার রাজি করার চাইলে বুলবুলি রানী দাস বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে।তার চিৎকার শুনে দুটি মটরসাইকেল আরোহী এগিয়ে যাওয়ায় বেলাল ইসলাম গংরা পালিয়ে যায়।। এই বিষয়ে ২৩শে জুন দেবীগঞ্জ থানায় একটি  মামলা দায়ের করেন বুলবুলির স্বামী দীপেন দাশ।।
👉২৫শে জুন গাজীপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর যুগ্ন সাধারণ সম্পাদক পুবাইল ডেমর পাড়া এলাকায় নীরেন্দ্র চন্দ্র মন্ডলকে জমিসংক্রান্ত বিরোধে তাকে হত্যার উদ্দেশ্যে গুর জখম করে। এ বিষয়ে স্থানীয় থানায় মামলা দায়েরের করেন বীরেন্দ্র চন্দ্র মন্ডল।
👉 ২৫ জুন চাঁপাইনবাবগঞ্জ নাচোলের ফুলকুঁড়ি মোড়ে আদিবাসী নেতার উপর সন্ত্রাসী হামলা হয়।
 সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের টংপাড়ায় খাসজমিতে শতাধিক বছর ধরে আদিবাসীরা বসবাস,সেই জমি জেরে একটি কুচক্রীমহল ভূমি অধিকার কর্মী,আদিবাসী জাতিগোষ্ঠীদের নিয়ে কাজ করা বেসরকারি উন্নয়ন সংগঠন লাহান্তি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বঙ্গপাল সরদারকে অতর্কিত হামলা করলে  গুরুতর আহত হয়। খবর পেয়ে নাচোল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম একদল পুলিশ নিয়ে দ্রুত ঘটনাস্থলে গেলে হামলাকারীরা তাদের একটি মোটরসাইকেল ফেলে যান।
👉 ২৫শে জুন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার, বামনডাঙ্গা ইউনিয়নের রায়পাড়ার ১০টি হিন্দু পরিবারকে মানসিক নির্যাতন ও হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে তাদের চলাচল রাস্তা বন্ধ করে দিয়ে রাস্তাটি কেটে দিয়ে রাখে দেয় কতিপয় প্রভাবশালী মোঃ মকদুল কসাই।
👉২৬শে জুন পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় অসহায় আদিবাসী বয়োবৃদ্ধা মাজাফ্রু রাখাইন ও তার মেয়ে মাওয়েনসে ও ছেলের বউ য়িয়ি রাখাইনকে তাদের ভোগদখলকৃত জমি দখলের উদ্দেশ্যে অমানবিক ভাবে ইচ্ছেমত ঘন্টাখানেক ধরে মারধর,শারীরিক নির্যাতন এবং লাঞ্ছিত করে এলাকার ভূমিদস্যুখ্যাত আব্দুর রহিম ওরফে কাড রহিমসহ ২৫-৩০ লাঠিয়াল নিয়ে। মাজাফ্রু রাখাইনের স্বজনরা থানা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে এদেরকে রক্ষা করে। এই ঘটনায় মাওয়েনসে রাখাইন আব্দুর রহিম সহ ১৪ জনের নাম দিয়ে একটি মামলা করেছেন। বর্তমানে রাখাইন এ পরিবারটি আছেন চরম আতঙ্কে থাকায় আত্মীয়ের বাসায় অবস্থান করছেন।
👉 ২৬শে জুন পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নে মোঃ নূরুল ইসলাম ও তার ছেলে বৌ মিলে একই গ্রামের মৃত নীলকান্ত মিত্রের ছেলে স্বপন চন্দ্র মিত্রকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন, হামলা সহ ভিটেমাটি থেকে উচ্ছেদের পাঁয়তারা করে আসছিল। এর জের ধরে শুক্রবার (২৬ জুন) সকাল ১০ টার দিকে ৬ নং টিকিকাটা ইউনিয়নের ১৬৪ নং গাবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় নামক স্থানে বসে নুরুল ইসলাম, ছেলে মিলন ও তার স্ত্রী আলেয়া লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে স্বপন চন্দ্র মিত্রকে অজ্ঞান করে জিম্মি করে রাখে। হামলা শেষে তাদের এলাকা ছাড়ার কথাও বলা হয়। এলাকা ছেড়ে না গেলে সপরিবারে তাদের হত্যার হুমকিও দেয়।
আহত স্বপন চন্দ্র মিত্রের স্ত্রী সোনিয়া স্বামীকে উদ্ধার করতে গেলে যৌন হয়রানি ও শারীরিক নির্যাতন করে তাকেও অবরুদ্ধ করে রাখে। পরে আহতের ভাই তপন মিত্র থানা পুলিশের সহায়তা নিয়ে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় আছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।
👉 ২৭শে জুন রংপুরের গঙ্গাচড়া  উপজেলার ০৮-নং আলমবিদিতর ইউনিয়নের দক্ষিণ বাড়াইপাড়া সার্বজনীন হরিমন্দিরের এডিপির আওতায় তিন লাখ টাকা ব্যয়ে সীমানা প্রাচীর নির্মাণ কাজ চলাকালীন সন্ধ্যার দিকে উক্ত ইউপি চেয়ারম্যান আফতাবুজ্জান আফতাব মন্দিরে উপস্থিত হয়ে কাজে বাধা দিয়ে নবনির্মিত প্রাচীর ভাংচুর করে। এ ঘটনায় মন্দিরের সাধারণ সম্পাদক কনক কুমার রায় বাদী হয়ে শনিবার রাতে থানায় মামলা করলে রাতেই তাকে আটক করে পুলিশ।
👉 ২৭শে জুন বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার আস্কর বাজার গ্রামে হিন্দুদের জমি জোরপূর্বক দখল করে ঘর নির্মাণ করেছিল ১৯৭১ সালের রাজাকার আলবদর আল শামস,ভুমিদস্যু মোঃ মোবারক হাওলাদার ও তার পুত্র মোঃ মাহবুব হাওলাদারসহ তাদের গুন্ডা বাহিনী। স্থানীয় হিন্দুরা এর প্রতিবাদ জানালে মোঃ মোবারক গং কর্তৃক তাদের উপর মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা করেছে। তাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন, দেশ ত্যাগের হুমকি সহ প্রতিনিয়ত তাদের উপর বিভিন্ন ধরনের অন্যায়, অত্যাচার ও নির্যাতন চালাচ্ছে। এর প্রতিবাদে ও তাদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় জনতা।
👉২৮শে জুন, নাটোরের লালপুরে ফেসবুকে কুটুক্তি মুলক পোষ্ট শেয়ার করায় রতন (২২) নামের এক হিন্দু যুবক কে আটক করে পুলিশ।  লালপুর উপজেলার দুয়ারিয়া ইউপির টিটিয়া গ্রামের হরিপদ সিং এর ছেলে রতন।
লালপুর থানা পুলিশ সূত্রে জানাগেছে, রতন তার নিজের ফেসবুক আইডি থেকে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কুটউক্তি মূলক পোষ্ট শেয়ার করে । পরে এলাকাবাসী রতন কে আটক করে লালপুর থানা পুলিশে সর্পদ করেন।
উপরোক্ত ঘটনাবলীর মধ্যে বাংলাদেশ মাইনরিটি ওয়াচ BDMW অতন্ত্য ২০টি ঘটনার বিষয়ে স্থানীয় থানা পর্যায়ে অফিসার ইনচার্জ এবং জেলা পুলিশ সুপার মহাদয়গন সাথে মামলা বিষয়ে আলোচনা করে তদন্ত করে তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে অপরাধীদের আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।।

এই পত্রটি বঙ্গদেশে প্রকাশিত এক পত্রের ভিত্তিতে। প্রতিবেদনটির সব বক্তব্যের দায়িত্ব লেখকের, বঙ্গদেশ পত্রিকা এর কোনোরকম দায়ভার গ্রহণ করে না।