বীরভূমের সিউড়িতে কালী মন্দিরে লুটপাট চালিয়েছে অজ্ঞাত দুষ্কৃতীরা, লক্ষাধিক টাকার গহনা লুট 

0
668

বঙ্গদেশ ডেস্ক: পশ্চিমবঙ্গের হিন্দু মন্দিরগুলোতে দুষ্কৃতী বাহিনীর হানার ঘটনা দিনদিন বেড়েই চলেছে। প্রতিনিয়ত ইসলামিক বাংলাদেশ থেকে মন্দির লুটের খবর পাওয়া গেলেও এবার খোদ পশ্চিমবঙ্গেই পাওয়া যাচ্ছে এমন খবর, ঘটছে লুটপাটের ঘটনা। এবারের ঘটনাস্থল বীরভূম জেলার সিউড়ির বেহিরা কালী মন্দির। সম্প্রতি এই কালী মন্দিরের লুটপাট একটি সংঘবদ্ধ দুষ্কৃতীর দল। গভীর রাতে অজ্ঞাত দুষ্কৃতির এই দলটি মন্দিরটিতে লুটপাট চালায়। 

গভীর রাতে অন্ধকারের সুযোগ নিয়ে দুষ্কৃতী দলটি মন্দিরে প্রবেশ করে। তারা মন্দিরের জানালা এবং দরজার গ্রিল ভেঙে মন্দিরে প্রবেশ করে। এরপর তারা মন্দিরটির অভ্যন্তরে লুটপাট চালানো শুরু করে। অজ্ঞাত দুষ্কৃতীর এই দলটি মন্দিরটির অভ্যন্তরে থাকা বিগ্রহের গায়ের সোনার গহনা, উপাচার ও আরও বিভিন্ন মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এই ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। 

পরদিন সকালে স্থানীয় কয়েকজন হিন্দু পূজা দিতে মন্দিরে এসে দেখতে পায় দরজা জানালার গ্রিল ভাঙা এবং ভেতরে লণ্ডভণ্ড অবস্থা। এরপর ভেতরে প্রবেশ করে স্থানীয় হিন্দুরা দেখতে পায় মন্দিরের বিগ্রহের গায়ের সোনার গহনা লুট হয়েছে এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্রও দুষ্কৃতীর দলটি লুট করে নিয়ে গিয়েছে। এরপর স্থানীয় হিন্দুরা থানায় বিষয়টি জানায় এবং স্থানীয় পুলিশ সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছে।