মাঠে নামার আগেই বড় ধাক্কা নাইট শিবিরে, কাঁধের চোটে ছিটকে গেলেন তারকা পেসার!

0
506

বঙ্গদেশ ডেস্ক: আইপিএল শুরু হতে চলেছে সামনের মাসের ১৯ তারিখ। কিন্তু তার আগেই বড় ধাক্কা পেল কলকাতা নাইট রাইডার্স৷ কাঁধের চোটে আসন্ন আইপিএল থেকে প্রায় ছিটকে গেলেন দলের অন্যতম ভরসা হ্যারি গার্নি।

এমনিতেই গত মরশুমে দলের অন্যতম প্রধান সমস্যা ছিল পেস ব্যাটারির অকৃতকার্য হওয়া। প্রসিদ্ধ কৃষ্ণ তো বটেই, শুরুর ম্যাচগুলিতে লকি ফার্গুসনও উইকেট নিতে পারছিলেন না, ডেথ ওভারে প্রচুর রান দিয়ে ফেলছিলেন। তাই টীম ম্যানেজমেন্ট ব্রিটিশ পেসার হ্যারি গার্নিকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছিল। স্লো পিচে শেষের ওভারগুলোতে দুর্দান্ত না হলেও বেশ কার্যকরী বোলিং করেছিলেন হ্যারি। আট ম্যাচে পেয়েছিলেন সাতটি উইকেট।

সেই হ্যারি গার্নিই এদিন ইএসপিএন কে জানিয়ে দিলেন যে তিনি এইবছর নটিংহ্যামের হয়ে টি-টুয়েন্টি খেলতে যাচ্ছেন না। আইপিএল খেলতেও মরুশহরে উড়ে যাবেন না তিনি। সেপ্টেম্বরেই অস্ত্রোপচার তার।

হ্যারির অনুপস্থিতিতে মাত্র সাতজন বিদেশি খেলোয়াড় থেকে গেলেন কলকাতার স্কোয়াডে। এর মধ্যে জোরে বোলার মাত্র দুইজন। আন্দ্রে রাসেল অল-রাউন্ডার হিসেবে হাত ঘোরাতে পারেন ঠিকই, তবে প্যাট কামিন্স এবং লকি ফার্গুসন, এই দুজন বিদেশিই রয়ে গেলেন পেস বোলিং এর জন্য। হ্যারির পরিবর্ত খুঁজে নেওয়ার সুযোগও রয়েছে কলকাতার কাছে। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে শীঘ্রই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা করছে নাইটভক্তরা।