৩১শে জুলাই অবধি ৬ টি করোনা হটস্পট শহর থেকে আসা সমস্ত যাত্রীবাহী বিমান বাতিল করল কলকাতা

0
457

বঙ্গদেশ ডেস্ক: কিছুতেই থামানো যাচ্ছেনা করোনা ভাইরাসের সংক্রমণ।প্রতিদিনই লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশের পাশাপাশি এ রাজ্যেও প্রতিদিন আক্রান্তের সংখ্যায় রেকর্ড গড়ছে কোভিড। তাই এবার দেশের অন্যান্য ছয়টি করোনা হটস্পট শহর থেকে সব যাত্রীবাহী বিমান বাতিল করল কলকাতা বিমানবন্দর।

এদিন নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের তরফ থেকে টুইট করে জানানো হয় যে, ৩১ জুলাই অবধি মুম্বাই, দিল্লি, চেন্নাই, নাগপুর, আহমেদাবাদ এবং পুনে থেকে সমস্ত যাত্রীবাহী বিমান বাতিল করা হয়েছে।

রাজ্য সরকারের অনুরোধেই এই সিদ্ধান্ত মেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কতৃপক্ষ। সংক্রমণ যাতে ছড়াতে না পারে তাই সবচেয়ে বেশী কোভিড আক্রান্ত শহরগুলি থেকে আগত সমস্ত যাত্রীবাহী বিমান বাতিল করা হয়েছে বলে টুইটে জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব রাজীব সিনহা এদিন কেন্দ্রীয় বিমানসচিব প্রদীপ সিং খাড়োলাকে চিঠিতে অনুরোধ করেন যেন ৩১শে জুলাই অবধি ওই ছয়টি শহর থেকে আসা সমস্ত বিমান বাতিল করা হয়। চিঠিতে তিনি লেখেন ‘বর্তমান পরিস্থিতিতে আমরা আরো একবার অনুরোধ করছি যেন ৩১শে জুলাই অবধি দিল্লি, মুম্বাই, পুনে, আহমেদাবাদ, নাগপুর ও চেন্নাই থেকে কলকাতা অবধি কোনো বিমান চলাচল না হয়। ‘

৪ঠা জুলাই তারিখেই কলকাতা বিমানবন্দর ঘোষণা করেছিল যে, মুম্বাই, দিল্লি, ইন্দোর, আহমেদাবাদ, সুরাট, চেন্নাই এর মত অধিক করোনা সংক্রামিত শহরগুলি থেকে কোনো যাত্রীবাহী বিমান চলাচল করবেনা । কলকাতা বিমানবন্দর এই সিদ্ধান্তটিও নিয়েছিল রাজ্যের মুখ্যসচিবের অনুরোধেই।