মণ্ডপশিল্পীদের জন্য স্বাস্থ্যবিমা, কোভিড পরীক্ষার সিদ্ধান্ত পুজো কমিটিগুলির

বঙ্গদেশ ডেস্ক: করোনা প্রতিরোধে সুরক্ষিত থাকতে মেনে চলতেই হবে সামাজিক দুরত্ববিধি, পরতে হবে মাস্ক। করোনা আবহে এইসব নিয়মাবলী মেনে চলতে হবে মণ্ডপশিল্পীদেরকেও।কলকাতার দুর্গাপুজোর অসাধারণ মণ্ডপগুলি যে সাধারণ মানুষেরা নির্মান করেন তাদের স্বাস্থ্যরক্ষায় নজর রাখবেন পুজো কমিটির উদ্যোক্তারা৷

সামাজিক দুরত্ব যাতে বজায় থাকে তাই অনেক পুজো কমিটিই অন্য বছরের তুলনায় অর্ধেক মণ্ডপকর্মী নিয়ে কাজ শুরু করছেন। কাজ শুরু আগে সমস্ত কর্মীর কোভিড পরীক্ষা বাধ্যতামূলক। কোনো পুজোকমিটি আবার কর্মীদের স্বাস্থ্যবিমার ব্যবস্থাও করছেন।

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে মণ্ডপ নির্মানের কাজ।প্রথম দিন থেকেই চরম অনুশাসন মানতে হচ্ছে। মাস্ক পরে স্যানিটাইজেশন টানেলের মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে নির্মীয়মান মণ্ডপ পর্যন্ত। দিনে দুবার করে জীবানুনাশক স্প্রে ছড়ানো হচ্ছে মণ্ডপে।

চোরবাগান সার্বজনীন পুজো কমিটির উদ্যোক্তা জয়ন্ত বন্দ্যোপাধ্যায় বলেন “মণ্ডপ তৈরির কাজ শুরু করে দেওয়া হল সাড়ে চার মাস আগেই। নিয়মবিধি মেনে মাত্র পাঁচজন কাজ করছেন এখন৷ তাই এত আগে থেকে কাজ শুরু করতে হয়েছে। ”

শিবমন্দির পুজো কমিটির পক্ষ থেকে পার্থ ঘপষ জানালেন তাঁরা শুধু মণ্ডপ তৈরির সময় নয়, কর্মীদের থাকা খাওয়ার ব্যবস্থাও করছেন৷ কর্মীর সংখ্যা কমিয়েছেন তারাও৷ সমাজসেবী সঙ্ঘের অভিজিৎ মৈত্র জানিয়েছেন যে তাঁরা মণ্ডপকর্মীদের স্বাস্থ্যবিমা করিয়েছেন, কাজের সময় কেউ অসুস্থ বোধ করলে চিকিৎসাভার তাঁদের৷