মোদীর পাশে দাঁড়িয়ে কংগ্রেস, ইসলামপন্থীদের রোষের শিকার মায়াবতী

0
490

বঙ্গদেশ ডেস্ক: বিজেপি বিরোধী কন্ঠ হিসেবে দেশের প্রথম সারির নেতা-নেত্রীদের মধ্যে অন্যতম হলেন বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী। এ যাবত বিজেপি সরকারের বহু নীতির বিরোধিতা করেছেন তিনি। বিজেপি বিরোধিতার প্রতিক্ষেত্রে স্বভাবতই পাশে পেয়েছেন কংগ্রেস সহ অন্যান্য ইসলামপন্থী নেতা-নেত্রীদের। কিন্তু সীমান্ত সংঘাতের ক্ষেত্রে বিজেপি সরকারের পাশে দাঁড়ানোর পর তাঁকে তীব্র আক্রমণ করলেন একদা বিজেপি বিরোধী ইস্যুতে সমর্থন জানানো কংগ্রেস এবং ইসলামপন্থীরা।

গালওয়ানে ভারত-চীন সংঘর্ষের ঘটনায় মোদী সরকারের পাশে দাঁড়িয়েছেন বহুজন সমাজ পার্টি প্রধান মায়াবতী। সোমবার তিনি বলেন ” সীমান্ত সংঘাত সমস্যার সমাধানে বহুজন সমাজপার্টি বিজেপি সরকারের পাশে রয়েছে।” দেশের স্বার্থের বিপরীতে গিয়ে কংগ্রেস সীমান্ত সংঘাত নিয়ে রাজনীতি করছেন বলেও অভিযোগ করেন তিনি৷

তবে দেশের নিরাপত্তার বিষয়ে রাজনীতি না করে সরকারের পাশে দাঁড়ানোর পর থেকেই তিনি কংগ্রেস এবং ‘আপ প্রোপাগান্ডা ব্লগের” প্রতিষ্ঠাতা রিফাত জাওয়েদের মতো ইসলামপন্থীদের চক্ষুশূল হয়ে ওঠেন। উত্তরপ্রদেশ কংগ্রেসের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করে তার বিরুদ্ধে প্রশ্ন করা হয় যে “যখন ওঁর দেশের পাশে দাঁড়ানোর কথা, তখন উনি বিজেপির পাশে কেন দাঁড়াচ্ছেন?”

রিফাত জাওয়েদ আবার টুইটারে একটি পোস্ট করে উত্তরপ্রদেশের মুসলিমদের প্রতি শ্লেষ উগরে দেন এর আগের রাজ্য বিধানসভা নির্বাচনে মায়াবতীর দলকে ভোট দেওয়ার জন্য৷

তবে শুধু এঁরা দু’জন নন, সোশ্যাল মিডিয়ায় মায়াবতীর ওপর আক্রমন শানিয়েছেন একাধিক কংগ্রেস নেতা-কর্মী, ইসলামপন্থী মানুষ৷