কংগ্রেসকে শিক্ষা দিতে আদালতে মায়াবতীর দল

0
453

বঙ্গদেশ ডেস্ক: রাজস্থানে শচীন পাইলটকে নিয়ে এমনিতেই নাজেহাল কংগ্রেস৷ এবার মরুরাজ্যে তাদের অন্দরে আরও রাজনৈতিক সমস্যা তৈরি সময়ের অপেক্ষা৷ কারণ, মঙ্গলবার বহুজন সমাজ পার্টির সুপ্রিমো মায়াবতী কংগ্রেসকে শিক্ষা দেওয়ার ঘোষণা করেছেন৷

শুধু কংগ্রেস তিনি শিক্ষা দিয়েই থেমে যেতে চান না৷ বরং একই সঙ্গে রাজস্থানের মুখ্যমন্ত্রী কংগ্রেসের অশোক গেহলটকেও৷ কেন এমন হুঁশিয়ারি দিলেন এই দলিত নেত্রী৷ তার ব্যাখ্যাও তিনি এদিন দিয়েছেন৷ তাঁর অভিযোগ, তাঁর দলের ছয়জন বিধায়ককে অসাংবিধানিক ভাবে কংগ্রেসে অন্তর্ভুক্ত করিয়েছে অশোক৷

এর আগেও তিনি এমন কাজ করেছেন বলে মঙ্গলবার অভিযোগ করেছেন মায়াবতী৷ রাজ্যস্থানের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা ওই রাজ্যে কংগ্রেসের প্রাক্তন সভাপতি শচীন পাইলট বিদ্রোহ করার পর কংগ্রেস কড়া অবস্থান নেওয়ার চেষ্টা করেছিল৷ শচীন ও তাঁর অনুগামী ১৮ জন বিধায়কের পদ কেড়ে নিতে রাজস্থান বিধানসভার অধ্যক্ষের কাছে অভিযোগও জমা দিয়েছিল৷

সেই অভিযোগের ভিত্তি অধ্যক্ষ সিপি যোশী নোটিস দিতেই শচীনরা আদালতের দ্বারস্থ হয়েছেন৷ এই নিয়ে পাল্টা সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেও পিছু হঠেছে কংগ্রেস৷ এই পরিস্থিতিতে এবার রাজস্থান উচ্চ আদালতে মামলা করেছে মায়াবতীর দলও৷ ছয় বিএসপি বিধায়কের কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়ার বিষয়টি অসাংবিধানিক বলে অভিযোগ করেই আদালতের দ্বারস্থ হয়েছে বিএসপি৷

যদিও ওই ছয় বহুজন বিধায়ক অনেক আগেই কংগ্রেসে যোগ দিয়েছে, তাহলে এতদিন পর কেন মামলা৷ এই নিয়ে মায়াবতীর বক্তব্য, তাঁর সঠিক সুযোগের অপেক্ষা করছিলেন৷ যাতে কংগ্রেস ও অশোক গেহলটকে সঠিক শিক্ষা দেওয়া যায়৷ এই নিয়ে প্রয়োজনে সুপ্রিম কোর্টেও যেতে রাজি মায়াবতী৷