বকেয়া টাকা আদায়ের দাবিতে দিল্লিতে কেজরিওয়ালের বাড়ির সামনে ধর্নায় বসেছেন কাউন্সিলররা

0
472

বঙ্গদেশ ডেস্ক:- কেন্দ্রের পেশ করা নয়া কৃষি বিলের প্রতিবাদে কৃষকদের সঙ্গে যৌথভাবে মোদী সরকাররে বিরোধিতায় সরব হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কৃষকদের সমর্থনে এগিয়ে এসে আম আদমি পার্টি এবং মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাঁর নেতৃত্বে গোটা মন্ত্রীসভা নিয়েই কৃষকদের সঙ্গে দেখা করেছেন।

একদিকে দিল্লীর মুখ্যমন্ত্রী কেজরিওয়াল মোদী সরকারের বিরোধিতাকে টার্গেট করে ভালো মন্দ বাছবিচার না করে অন্ধভাবে কৃষকদের সমর্থন করে চলেছেন, অন্যদিকে খোদ দিল্লীতে তাঁর বাড়ির সামনেই ধর্নায় বসেছেন পৌরসভার কাউন্সিলররা। কাউন্সিলরদের অভিযোগ, তাদের পাওনা ১৩ হাজার কোটি টাকার বকেয়া মিটিয়ে দিতেই হবে অন্যথা এই ধর্না প্রত্যাহার করা হবে না। কিন্তু মুখ্যমন্ত্রী কেজরিওয়াল তাদের দাবিতে আমল না দিয়ে কৃষকদের সমর্থনে এগিয়ে গেলেন।

কাউন্সিলররা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর কাছে বকেয়া অর্থ চাইতে এসে এভাবে অপমানিত হতে হবে তা কল্পনাতীত। তাই তারা প্রতিবাদে সেখানেই ধর্নায় বসে পড়েছেন এবং যতক্ষণ না তাদের বকেয়া অর্থ মেটানো হচ্ছে ততক্ষণ তারা সেখান থেকে নড়বেন না।

অন্যদিকে অভিযোগ উঠেছে, কেজরিওয়ালের বাড়ির সামনে ধর্নার দৃশ্য ক্যামেরায় ভিডিও করে স্যোশাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছে বিজেপির সদস্যরা। সেই সঙ্গে লেখা হয়েছে, ‘মুখ্যমন্ত্রী কেজরিওয়াল দিল্লী পৌর কর্পোরেশনে কর্মরত কর্মীদের বকেয়া ১৩ হাজার কোটি টাকা দিচ্ছেন না। সেই কারণে তিনটি কর্পোরেশনের কাউন্সিলরা যৌথভাবে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধর্নায় বসেছেন’।

অন্য একটি ভিডিও টুইট করে লেখা হয়েছে, ‘মুখ্যমন্ত্রী কেজরিওয়াল নিজের ঘর না সামলে অন্যকে দোষ দিয়ে চলেছেন। মুখ্যমন্ত্রীর লজ্জিত হওয়া উচিত, অবিলম্বে কর্মীদের বকেয়া অর্থ মিটিয়ে দেওয়া উচিত’।

পরে আরও একটি টুইট করা হয়। যেখানে লেখা হয়েছে, ‘দলীয় রাজনীতির উর্দ্ধে উঠে জণগণের স্বার্থে কেজরিওয়াল সরকারের উচিত কাউন্সিলরদের বকেয়া অর্থ অর্থাৎ দিল্লীর উন্নয়ন ও জনসেবার জন্য কর্পোরেশনের ১৩ হাজার কোটি টাকার বকেয়া অর্থ অতি শীঘ্রই মিটিয়ে দেওয়া।’