দেবী বন্দনার প্রাক্কালে নারী সুরক্ষা নিশ্চিত করতে “মিশন শক্তি” প্রকল্পের ঘোষণা যোগী আদিত্যনাথের

0
515

বঙ্গদেশ ডেস্ক:- দুর্গাপূজার প্রাক্কালে দেবী বন্দনায় সারাদেশ যখন মেতে উঠেছে সেই সময় বড়োসড়ো ঘোষণা করলেন উত্তরপ্রদেশের যোগী সরকার। রাজ্যের আইন-শৃঙ্খলার প্রতি সাধারণ মানুষের বিশ্বাস ফিরিয়ে আনার জন্য ও নারী নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য শনিবার মিশন শক্তি অভিযানের শুভ সূচনা করেছেন মুখ্যমন্ত্রী।

নারী নির্যাতন রুখতে যোগী আদিত্যনাথ নয়া প্রকল্প “মিশন শক্তি”-র সূচনা করেছেন নবরাত্রি চলাকালীন। হাথরাস কাণ্ডের পর থেকেই উত্তরপ্রদেশের নারী সুরক্ষা নিয়ে নতুন করে ভাবনাচিন্তা শুরু করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, এমনটাই তিনি জানিয়েছেন। যোগী সরকারের বিরুদ্ধে বিরোধী শিবির বারবার অভিযোগ তুলেছে রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতন রুখতে সরকার ব্যর্থ। এই পরিস্থিতিতে নবরাত্রিতে ‘মিশন শক্তি’ প্রকল্পের সূচনা রাজ্যের মহিলাদের সুরক্ষা প্রদানের ক্ষেত্রে বড় ভূমিকা গ্রহণ করবে।

যোগী আদিত্যনাথ বলেছেন, “বলরামপুরের উন্নয়ন ও সমৃদ্ধির চ্যালেঞ্জ স্বীকার করে নিয়ে 500 কোটি টাকার বেশি খরচ করে প্রকল্পের শিলান্যাস করা হচ্ছে। মা বোনেদের সম্মানের সাথে যে খেলবে তাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়ার কাজ করবে এই প্রকল্প।” তিনি আরও ঘোষণা করেছেন যে, “এবার থেকে রাজ্য পুলিশে কুড়ি শতাংশ মহিলাদের চাকরির সুযোগ দেওয়া হবে। মিশন শক্তির লক্ষ্য হল রাজ্যে নারীদের বিরুদ্ধে অপরাধ হ্রাস করা।” শনিবারের এই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় যোগী আদিত্যনাথ ঘোষণা করেছেন রাজ্যের ১৫৩৫ থানায় মহিলাদের অভিযোগ জানানোর জন্য আলাদা কক্ষ থাকবে। সেখানে একজন মহিলা কনস্টেবল থাকবে যিনি অভিযোগকারিণীর অভিযোগ নথিভুক্ত করবেন এবং সে অনুযায়ী দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে। অপরাধীদের দ্রুত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।

এর আগেও যোগী আদিত্যনাথ রাজ্যে নারী সুরক্ষার জন্য বড়োসড়ো পদক্ষেপ গ্রহণ করেছিলেন। গত মাসে বলেছিলেন রাজ্যের কোথাও মহিলাদের সাথে অভদ্র আচরণ করা হলে অভিযুক্তের ছবি সেই এলাকার রাস্তায় রাস্তায় টাঙানো হবে। শুধু তাই নয়, অভিযুক্তদের সঙ্গ দেওয়া কাউকে ছেড়ে দেওয়া হবে না। যোগী আদিত্যনাথ এই ঘোষণার পর রাজ্য পুলিশে মহিলাদের অগ্রাধিকার; রাজ্যে নারীদের হেনস্থা কমাবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।