পুরস্কার প্রত্যাখানের রাজনৈতিক বিতর্কে উপেক্ষিত আই এস আইয়ের বাঙ্গালী অধিকর্তার পদ্মশ্রী প্রাপ্তি

0
763

বঙ্গদেশ ডেস্ক:মিডিয়া যখন বুদ্ধদেব ভট্টাচার্য, সন্ধ্যা মুখোপাধ্যায় ও অনিন্দ্য চ্যাটার্জীর প্রত্যাখ্যান নিয়ে আলোচনায় ব্যস্ত তখন কেউ খোঁজ‌ই রাখেনি যে বাঙালি বিজ্ঞানী সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন পদ্মশ্রী। এই আনন্দে গর্বে বুক ফুলে ওঠার কথা বাঙ্গালীর। এবছর পদ্মশ্রী সম্মান পেয়েছেন বিজ্ঞানী সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায় (Sanghamitra Banerjee)। তিনি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রথম মহিলা ডিরেক্টর। এর আগে একাধিক পুরস্কার পেয়েছেন তিনি। অথচ সযত্নে সংঘমিত্রাকে উপেক্ষা করেছে বাংলার নামীদামী মিডিয়া।

বিজ্ঞানে উল্লেখযোগ্য অবদানের জন্য তিনি ২০১০ সালে শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার পেয়েছিলেন। তিনি কম্পিউটার সায়েন্স বিভাগে ইনফোসিস পুরস্কার পেয়েছিলেন ২০১৭ সালে।

প্রেসিডেন্সি কলেজ থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক হয়েছিলেন সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায় । এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯২ সালে কম্পিউটার সায়েন্স বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৮ সালে খড়গপুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে একই বিষয়ে পড়াশুনা করেন। কম্পিউটার সায়েন্সকে হৃদয়স্থ করেছিলেন ছাত্রাবস্থা থেকেই। মাস্টার্সের পর ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট থেকে পিএইচডি করেছেন তিনি। মেশিন ইন্টেলিজেন্সের বিশেষজ্ঞ বলেই তিনি খ্যাত।