বাঙ্গালী ছদ্মবেশে গত ১৫ বছর ধরে ভারতে বসবাস, অবশেষে গ্রেফতার বাংলাদেশী যুবতী

0
830

বঙ্গদেশ ডেস্ক: বাঙ্গালী হিন্দু সেজে বাংলাদেশীদের ভারতে আত্মগোপন করে থাকা নতুন কোন‌ও ঘটনা নয়। মেট্রোপলিটন শহরগুলোতে এগুলো আকছার ঘটে থাকে। সব তথ্য সবসময় সংবাদ শিরোনামে এসে পৌঁছায় না।

সম্প্রতি জানা গিয়েছে, হিন্দু মহিলা সেজে দীর্ঘ ১৫ বছর ধরে ভারতে আত্মগোপন করেছিলেন বাংলাদেশী এক মহিলা। তার আসল নাম রনী বেগম। কিন্তু পায়েল ঘোষ ছদ্মনাম ধারণ করেছিল। বাংলাদেশে তার বাবার মৃত্যুর খবর পেতেই দেশে ফেরার চেষ্টা করতে শুরু করে রনী বেগম। তখনই সব কিছু প্রকাশ্যে চলে আসে ২৭ বছরের এই যুবতীর। ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (FRRO) থেকে পাওয়া তথ্য অনুসারে ইতিমধ্যে তাকে গ্রেপ্তার‌ও করা হয়েছে।

মাত্র ১২ বছর বয়সে বাংলাদেশ থেকে গোপনে ভারতে পৌঁছায় সে। তারপরেই মুম্বাইয়ে একটি ডান্স বারে একসময় বার ডান্সার ছিল রনী। পরে নীতিন কুমার নামে ব্যাঙ্গালোরের এক ডেলিভারী ম্যানের সঙ্গে প্রেম করে বিয়েও করে। ২০১৯ সালে ব্যাঙ্গালোরের অঞ্জনা নগরে তারা দুজন বাস করতে শুরু করে। ততদিনে নিজের নকল নামে প্যানকার্ড থেকে শুরু করে আধার কার্ড পর্যন্ত তৈরি করে নেয় সে।

এ পর্যন্ত সবকিছুই পরিকল্পনা মতো চলছিল ,কিন্তু হঠাৎ করে বাবার মৃত্যুর খবর পেয়ে বাংলাদেশে যাওয়ার তোরজোড় শুরু করে সে। তখনই সমস্ত গোপনীয়তা ফাঁস হয়ে যায়। বাংলাদেশে যাওয়ার জন্য আবেদন করতেই, অভিবাসন দপ্তর রনীর পাসপোর্ট দেখে সন্দেহ প্রকাশ করে ও তাকে আটকে দেয়। তখন সে বুঝতে পারে যে , তার আসল পরিচয় ফাঁস হয়ে গিয়েছে। সময় নষ্ট না করে রাতারাতি গায়েব হয়ে যায় সে। পরে অবশ্য তদন্ত করে তাকে গ্রেফতার করেছে ব্যাঙ্গালোরের পুলিশ।

তবে এই প্রথম নয়, এর আগেও দক্ষিণ-পশ্চিম দিল্লির জাফরপুর কালান থেকে পুলিশ অবৈধ অস্ত্র বহন করার জন্য একজন পর্যটক হিসেবে পরিচয় দেওয়া এক ৩২ বছর বয়সী একজন ছদ্মবেশীকে গ্রেফতার করে। রাজধানীতে অপরাধীদের অবৈধ অস্ত্র সরবরাহের জন্য বাসে দিল্লিতে আসার জন্য হরিশ কুমার ওরফে সুন্ডা একটি ব্যাগ ও মিশ্রন বহন করছিল সেইসময় তাকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে ব্যাডারহল্লী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। DCP সঞ্জীব পাতিল বলেছেন, যে বা যারা তাকে প্যান কার্ড, আধার কার্ড এবং ভোটার আইডি পেতে সাহায্য করেছিল তাদের সন্ধানের জন্য তদন্ত চলছে। অভিযুক্তদের হেফাজতে আনার জন্য মুম্বই, কলকাতা এবং দেশের অন্যান্য অংশে অভিযান প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।