সামাজিক দুরত্ব মেনেই রাম মন্দিরের ভূমিপূজন মোদীর

0
454

বঙ্গদেশ ডেস্ক: বহুপ্রতীক্ষিত রামমন্দিরের ভূমিপূজন শুরু হল অবশেষে। নির্ধারিত সূচি অনুযায়ী অয্যোধ্যায় এসে পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা আবহে সামাজিক দুরত্ববিধি মেনেই পুজোয় বসলেন তিনি।

পুজোয় উপস্থিত রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত।

প্রসঙ্গত, কদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনা আক্রান্ত হওয়ার পরেই প্রশ্ন উঠেছিল প্রধানমন্ত্রীর অযোধ্যা আসা নিয়ে। বিরোধীরা প্রশ্ন তুলেছিলেন যে করোনা আক্রান্ত অমিত শাহের সংস্পর্শে থাকার পরেও কীভাবে প্রধানমন্ত্রী কোয়ারেন্টাইনে না থেকে সর্বসমক্ষে আসতে পারেন? অযোধ্যাবাসীর স্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অনেক বিরোধী। অবশেষে সব জল্পনায় জল ঢেলে দিয়ে মোদী অযোধ্যায় এলেন, পুজোতেও বসলেন তবে সবটাই অসাধারণভাবে সামাজিক দুরত্ব মেনে।